
জলপাইগুড়ি: তিন দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ। চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির চৌরঙ্গীতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব রায় (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে বাজার দিয়ে বেরিয়ে যান জয়দেব রায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বন্ধুবান্ধব ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। সেদিন রাতের ভারী বৃষ্টির কারণে খোঁজ বন্ধ করে তাঁরা আত্মীয়-স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তথ্য জোগাড়ের চেষ্টা করেন।
বুধবার ধূপগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হলে পুলিশও তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার সকালে মাগুরমাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী বাজার সংলগ্ন একটি পুকুরে প্রথমে এক দোকানদার জলের মধ্যে কিছু একটা ভেসে থাকতে দেখেন। প্রথমটায় তিনি নিজে কিছু বুঝতে পারেননি। তারপর কয়েকজনকে ডেকে আনেন। কিছুটা বিপদ আঁচ করতে পেরেই থানায় খবর দেন তাঁরা।
খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে ডুবুরি নামান। পুকুর থেকে উদ্ধার হয় দেহ। পরে পুলিশ খোঁজ নিয়ে দেখে, এলাকায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা। জানা যায় জয়দেবের কথা। পুলিশ জয়দেবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করে। কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।