জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা পরিষদের গাদং গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজে দুর্নীতির অভিযোগ। কাজ খতিয়ে দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের সদস্যা। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ,। আপাতত জটিলতায় আটকে রয়েছে কাজ।
ধূপগুড়ি ব্লকের গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি মোড় থেকে গিলান্ডি সেতু পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা তৈরির কাজ হচ্ছিল। আর তাতেই নিয়ম বহির্ভূতভাবে রাস্তা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেন স্থানীয় জেলাপরিষদের সদস্যা থেকে বাসিন্দারা। এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৬,৫১,৬৯১ টাকা।
ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। একদিকে যেমন যেকোনও কাজ শুরুর পূর্বে এলাকায় বোর্ড লাগানো বাধ্যতামূলক রয়েছে। কতখানি কাজ হবে, কিসের কাজ, কী কী মাল ব্যবহার হবে কত পরিমাণ এমনকি কত টাকা বরাদ্দ হয়েছে, সমস্ত কিছু উল্লেখ করে একটি বোর্ড লাগানোর কথা। কাজ শুরুর আগেই কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই মানা হয় নি।
গাদং এলাকায় রাস্তা তৈরির কাজ সম্পন্ন করতে চাইলেও সেই বোর্ড লাগানো হয়নি। গ্রামবাসীদের অন্ধকারে রেখেই কাজ করছেন ঠিকাদারি সংস্থা। এমনই অভিযোগ উঠছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে সদস্যা। ঘটনাস্থল থেকেই জেলা পরিষদের কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার ঠিকাদারকে ফোনে নিম্ন মানের কাজ নিয়ে বকাবকি করে জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার।
এমনকি ঘটনাস্থল থেকেই জেলা পরিষদের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ ফোনে ধমক দেন। তিনি বলেন. “ঠিকাদারের ভাষায় কথা বলছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।” এদিকে ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ কর্তৃপক্ষ বলে সূত্রের খবর।
টেন্ডার নোটিসে যেভাবে কাজ করার কথা উল্লেখ রয়েছে, সেভাবে কাজ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হলেও সেই ঠিকাদারের পক্ষেই কথা বলছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর যাকে ঘিরে আধিকারিক এবং ঠিকাদারের যোগসাজশের দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি দুলাল দেবনাথ।
আরও পড়ুন: Weather Update: বাড়ল তাপমাত্রা, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: Women Missing: রাজমিস্ত্রির প্রেমে মজে বালির দুই বৌ পালাল মুম্বইয়ে! অবশেষে রহস্যের কিনারা