জলপাইগুড়ি: সাত সকালে চা বাগানে ঢুকে পড়ে ৩৫ টি হাতির দল। আতঙ্ক ছড়ায় বানারহাটের মগোলকাটা চা বাগানে। রবিবার ছুটির দিনে শ্রমিকরা ঘুম থেকে উঠে কাজে যোগ দিতে গেলে দেখতে পান, বাগানে প্রায় ৩৫ টি হাতি ঘুরছে। এই দৃশ্য দেখার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। বিষয়টি জানানো হয়েছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বন কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার গভীর রাতে হাতির দলটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে মোগলকাটা বস্তিতে ঢুকে পড়ে। সেখানে ধানক্ষেতে রাতভর খাবার খেয়ে, সকালের দিকে জঙ্গলে ফেরার সময় চা বাগানের মাঝে দাঁড়িয়ে যায়। হাতির দলে বেশ কয়েকটি শাবক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাতির দলটি এখনও চা বাগানের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। কখনও শ্রমিক মহল্লায় আবার কখনও ধান ক্ষেতে ঢুকে পড়ছে। বন কর্মীরা হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।
বনকর্মীরা বলছেন, রোদ উঠে পড়ায়, তা থেকে বাঁচতেই হাতিরা চা বাগানে আশ্রয় নিয়েছে। চলতি মাসের শুরুর দিকেই হাতির পাল নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে হাতির পাল ঢুকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন চা বাগানের শ্রমিকরা। ২৫-৩০টি হাতির পাল ঢুকে পড়েছিল। ডায়নার জঙ্গল থেকে ওই হাতির দলটি বাগানে ঢুকে পড়ে। বনদফতরের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা বাগানে ঢুকে চাবাগানের শ্রমিকদের সরিয়ে পদক্ষেপ করেন। হাতির দলটি চা বাগানের কোনও ক্ষয়ক্ষতি করেনি।