Jalpaiguri: ফের লোকালয়ে হাতি, পায়ে পিষে মৃত্য়ু যুবকের

Jalpaiguri: বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং বাড়ির পাশেই থাকা রাজেশকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ, খুনিয়া স্কোয়াড ও লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা।

Jalpaiguri: ফের লোকালয়ে হাতি, পায়ে পিষে মৃত্য়ু যুবকের
ফের লোকালয়ে হাতি (ফাইল ফটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 18, 2025 | 8:12 PM

জলপাইগুড়ি: লাটাগুড়ি লাগোয়া ছোঁওয়াফেলি এলাকায় ফের হাতির হানা।  মৃত এক ব্যক্তির। ফের জঙ্গলের পাশের বসতিতে বন্য হাতির হানা। বৃহস্পতিবার রাতের এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন ছোঁওয়াফেলি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজেশ ওঁরাও। তাঁর বাড়ি ছোঁওয়াফেলি নয়া বস্তি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং বাড়ির পাশেই থাকা রাজেশকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ, খুনিয়া স্কোয়াড ও লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। পরে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই রাতে একা ঘোরাফেরা করতেন।  বনদফতর সূত্রে জানা গিয়েছে, এলাকাটি দীর্ঘদিন ধরেই হাতির গতিবিধির আওতায় রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেও একই এলাকা—ছোঁওয়াফেলিতে বাড়িতে ঢুকে পড়ে একটি হাতি। হাতির পায়ে পিষে মৃত্যু হয় এক ব্যক্তির। লাগাতর এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাসিন্দারা বনদফতরের কাছে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।