AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: সন্ধ্যায় আকস্মিক শহরে ‘সে’, অল্পের জন্য রক্ষা গৃহবধূর, রাতভর লড়াইয়ের পর ভোররাতে গুলিতে কাবু

Jalpaiguri Elephant: সোমবার রাতে বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে তিনটি হাতির একটি দল শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। একটি হাতি গর্তে পড়ে যায়। আহত হয়। পরে সেটিকে উদ্ধার করে বন দফতর। এরপর শুরু হয় হাতির তাণ্ডব। রাতে সেই দলছুট হাতি চলে আসে জলপাইগুড়ি শহরে। একটি বাড়িতে ভাঙচুর চালায়। অল্পের জন্য রক্ষা পান গৃহবধূ।

Jalpaiguri: সন্ধ্যায় আকস্মিক শহরে 'সে', অল্পের জন্য রক্ষা গৃহবধূর, রাতভর লড়াইয়ের পর ভোররাতে গুলিতে কাবু
হাতি ধরতে ঘুমপাড়ানি গুলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 13, 2026 | 11:02 AM
Share

জলপাইগুড়ি:  এতদিন রেসিডেন্সিয়াল এরিয়ার থেকে বেরিয়ে এলে গ্রামগঞ্জে ঢুকত ওরা। বিঘা পর বিঘা জমি পেরোতে। কিন্তু এবার সরাসরি শহরেই ঢুকে পড়ল বুনো হাতি। খবর ছড়াতেই আতঙ্ক জলপাইগুড়ি শহরে। খবর পেয়ে রাতেই তল্লাশি শুরু করে বনদফতর। শেষমেশ ঘুমপাড়ানি গুলিতে ভোররাতের দিকে কাবু করা হয় তাকে।

সোমবার রাতে বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে তিনটি হাতির একটি দল শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। একটি হাতি গর্তে পড়ে যায়। আহত হয়। পরে সেটিকে উদ্ধার করে বন দফতর। এরপর শুরু হয় হাতির তাণ্ডব। রাতে সেই দলছুট হাতি চলে আসে জলপাইগুড়ি শহরে। একটি বাড়িতে ভাঙচুর চালায়। অল্পের জন্য রক্ষা পান গৃহবধূ।

বিকালে বনকর্মীরা যখন হাতি গুলিকে ড্রাইভ করে জঙ্গলে পাঠাতে যায় তখন গর্তে পড়ে যাওয়া হাতিটি জঙ্গলের দিকে না গিয়ে শহরে এসে যায়।আর বাকি হাতি দুটি জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে দাঁড়িয়ে থাকে। প্রথমে ঠিক হয়, গভীর রাতে হাতিটিকে ড্রাইভ করে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দিকে তার সঙ্গীদের কাছে নিয়ে যাবেন বনকর্মীরা। কিন্তু তা ব্যর্থ হয়।

প্রথমে এসি কলেজের গার্লস হোস্টেল। সেখান থেকে গভীর রাতে শহরের রাজবাড়িতে ঢুকে পড়ে। আশ্রয় নেয় সেগুন বাগানের জঙ্গলে। ভোর রাতে বৈকুন্ঠপুর রাজবাড়ির পেছনের জঙ্গলে দলছুট হাতি কে ঘুম পাড়ানি গুলি করে বনে ফেরায় বন দফতর।