Jalpaiguri Fraud Case: সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলে জাঁক দেখিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ফের খুনের চেষ্টার অভিযোগ! ধৃত যুবক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 10, 2021 | 9:24 AM

Jalpaiguri Fraud Case: এরপর প্রলোভনের ফাঁদ পেতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন। চাকরি না পেয়ে প্রতারিত ব্যক্তি টাকা ফেরত চাইলে গেলে, তাঁকে গুলি করে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ।

Jalpaiguri Fraud Case: সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলে জাঁক দেখিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ফের খুনের চেষ্টার অভিযোগ! ধৃত যুবক
জলপাইগুড়িতে গ্রেফতার যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: গুলি চালিয়ে প্রাননাশের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাকে নিজেদের রিমান্ডে নেওয়া হয়েছে। ধৃতের নাম সৌম্যদীপ নাহা।

সৌম্যদীপের ফেসবুক প্রোফাইলে একাধিক প্রভাবশালী ব্যক্তির ছবি দেওয়া গিয়েছে। অভিযোগ, সমাজের প্রভাবশালী ব্যাক্তি, সেলিব্রেটিদের সাথে ওঠাবসার ছবি তুলে, তা সোশ্যাল মিডিয়াতে দিয়ে নিজের প্রভাব বিস্তার করে সৌম্যদীপ। এরপর প্রলোভনের ফাঁদ পেতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন। চাকরি না পেয়ে প্রতারিত ব্যক্তি টাকা ফেরত চাইলে গেলে, তাঁকে গুলি করে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ।

আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া রবীন্দ্রনগড় কলোনি এলাকার বাসিন্দা সৌম্যদীপ নাহা। বৃহস্পতিবারই সৌম্যদীপকে গ্রেফতার করে জলপাইগুড়ি মেটেলি থানার পুলিশ। অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত ৮ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় ডি এস পি ক্রাইম সমীর পাল বলেন, মেটেলি থানা এলাকার এক বাসিন্দার থেকে সৌম্যদীপ নাহা আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ায় তিনি টাকা ফেরত চাইতে গেলে, তাঁকে গুলি চালিয়ে হত্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ।

পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। তাঁর সঙ্গে প্রতারনা চক্রে কারা জড়িত এবং আগ্নেয়াস্ত্রটি কোথায় রয়েছে, তা জানতে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

ঘটনায় সৌম্যদীপ নাহার বাবা প্রশান্ত নাহা বলেন, “আমার ছেলে সুযোগ পেলে যে কোনও সেলিব্রেটি বা হাই প্রোফাইল ব্যাক্তিদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। ও যদি কিছু দোষ করে থাকে, তবে আমি নিজে পুলিশ সুপারের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। বিষয়টি সাবজুডিজ। তাই এর বেশি কিছু বলবো না।”

আরও পড়ুন: Malbazar Bear Panic: এখনও ঘাপটি মেরে কোথাও একটা লুকিয়ে ভালুকটা! মালবাজারের চা বাগানে চলছে খোঁজ

আরও পড়ুন: তুলসি মন্দিরের পাশেই মুখ থুবড়ে পড়ে মহিলা, গলা থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত! দৃশ্য দেখে স্তম্ভিত পড়শিরা

Next Article