Jalpaiguri Ganja Recover: গাড়ির ভিতরে গোপন কুঠুরি, তার ভিতরেই ‘গুপ্তধন’ নিয়ে বিহার যাচ্ছিল ওঁরা
Jalpaiguri Ganja Recover: জানা গিয়েছে, ময়নাগুড়ি শহরের ইন্দিরা মোড় থেকে একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল। আইসি তমাল দাসের নেতৃত্বে এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। তখনই ওই গাড়িটিকে আটকান তাঁরা। গাড়ির তল্লাশি শুরু হয়। তারপর দেখতে পান, একটি চোরা কুঠুরি বানিয়ে রাখা হয়েছে। আর তার ভিতরেই রয়েছে গাঁজা। পুলিশ জানতে পেরেছে, শিলং থেকে গাঁজা নিয়ে বিহারে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা।
জলপাইগুড়ি: গাড়ির ভিতরে চোরা কুঠুরি। তার মধ্যেই ছিল সেই ‘গুপ্তধন’। কিন্তু পুলিশের চোখ তো। ফাঁকি দেওয়া মুশকিল। তল্লাশি চালাতেই খোঁজ মিলল ‘সেই’ জিনিসের। এরপরই হাতেনাতে গ্রেফতার দুজন। কিন্তু কী ছিল ওই গাড়িতে? যা নিয়ে পুলিশের এত তৎপরতা?
জানা গিয়েছে, ময়নাগুড়ি শহরের ইন্দিরা মোড় থেকে একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল। আইসি তমাল দাসের নেতৃত্বে এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। তখনই ওই গাড়িটিকে আটকান তাঁরা। গাড়ির তল্লাশি শুরু হয়। তারপর দেখতে পান, একটি চোরা কুঠুরি বানিয়ে রাখা হয়েছে। আর তার ভিতরেই রয়েছে গাঁজা। পুলিশ জানতে পেরেছে, শিলং থেকে গাঁজা নিয়ে বিহারে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা।
ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, “ওই গাড়ি থেকে প্রায় ২৪ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গাড়িটি ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে অসমের শিলঙ থেকে এই চার চাকার গাড়িটি আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইন্দিরা মোড়ে ফাঁদ পেতেছিল।”
রবিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।