Jalpaiguri: বন্ধ ঘরে একসঙ্গে দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়
Jalpaiguri: দুই নাবালিকা বাড়ির সামনে খেলছিল। তখনই তাদের কোনও কিছুর একটা প্রলোভন দেখিয়ে একটা বাড়িতে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে তাদের সঙ্গে বাজে কাজ করে বলে অভিযোগ।

জলপাইগুড়়ি: দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। খাবার খাওয়ানোর অছিলায় এক সঙ্গে দুই নাবালিকাকে নিয়ে গিয়ে একটি বন্ধ ঘরে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জে। অভিযোগে ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরিবারের তরফে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই নাবালিকা বাড়ির সামনে খেলছিল। তখনই তাদের কোনও কিছুর একটা প্রলোভন দেখিয়ে একটা বাড়িতে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে তাদের সঙ্গে বাজে কাজ করে বলে অভিযোগ। বাড়ির লোকরা খোঁজ শুরু করলে, ওই ঘর থেকে তাদের বেরোতে দেখতে পান। প্রথমে কিছু না বললেও, পরে সবটা খুলে বলে দুই নাবালিকা। এরপরই থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
নিগৃতার পরিবারের এক সদস্য বলেন, “আমি কাজে গিয়েছিলাম। আড়াইটে সময়। বাচ্চাগুলোকে বাড়ির সামনে থেকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল। তারপর বাজে কাজ করেছে। আমি পরে থানায় অভিযোগ করি। আগে একটা মেয়ের সঙ্গে করেছিল। কালকে একসঙ্গে দুটো মেয়ের সঙ্গে এরকম করল।”





