Jalpaiguri: বিশ্বকর্মা পুজোয় পোষ্যকে লাথি, মালিকের এক থাপ্পড়েই শেষ পরিচারক
Jalpaiguri: জানা গিয়েছে, জলপাইগুড়ি রাহুত বাগান এলাকায় রয়েছে একটি চা কারখানার শুরুর থেকেই কাজ করতেন স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডল। সোমবার সেখানে বিশ্বকর্মা পুজো হয়। পূজোকে কেন্দ্র করে শ্রমিকদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল মালিক পক্ষ।
জলপাইগুড়ি: পোষ্যকে লাথি! সে কারণে পোষ্যের মালিকের পরিবারের সদস্যরা চা বাগানের এক শ্রমিককে চড় মেরেছিলেন বলে অভিযোগ। আশঙ্কাজনক ওই চা বাগানের শ্রমিকের মৃত্যু হয়। জলপাইগুড়ি রাহুত বাগান এলাকার ঘটনা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত কারখানার মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুব্রত মণ্ডল।
জানা গিয়েছে, জলপাইগুড়ি রাহুত বাগান এলাকায় রয়েছে একটি চা কারখানায় কাজ করতেন সুব্রত মণ্ডল। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ওই কারখানায় শুরু থেকেই কাজ করতেন সুব্রত। তাঁর বাড়িও ওই এলাকায়। সোমবার সেখানে বিশ্বকর্মা পুজো হয়। পূজোকে কেন্দ্র করে শ্রমিকদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল মালিক পক্ষ। সুব্রত পুজো নিয়ে অত্যন্ত উৎসাহিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় সেখানে যান সুব্রত মণ্ডল। সেখানেই একটি কুকুরকে লাথি মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। জানা গিয়েছে, সেই সময় উত্তেজিত হয়ে মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধী সুব্রত মণ্ডলকে চড় মারেন। আকস্মিক আঘাতে পড়ে যান বছর পঞ্চান্নর সুব্রত। এরপর তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের স্ত্রী বলেন, “একটা ছোট্ট ঘটনা থেকে এভাবে প্রাণ চলে যাবে, তা ভাবতেও পারছি না।” খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এলাকায় চাঞ্চল্য রয়েছে।