Jalpaiguri: টোটো দাঁড় করাতেই সব বানচাল! পাচারের আগেই প্রায় ১৪ কেজি-সমেত যাত্রীকে ধরল পুলিশ
Jalpaiguri: খবর পেয়েই অ্যাকশনে নামে পুলিশ! সেন পাড়া সংলগ্ন বাঁধের বাজার এলাকায় পাতে ফাঁদ। শুরু হয় তল্লাশি। এরইমধ্যে একটি টোটোর গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। দাঁড় করিয়ে টোটোর যাত্রীদের তল্লাশি করতেই মদন বর্মন নামে ময়নাগুড়ির এক ব্যাক্তির কাছ থেকে গাঁজা উদ্ধার হয়।
জলপাইগুড়ি: যাত্রী সেজে গাঁজা পাচারের ছক। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার পাচারকারী। কোচবিহার জেলার সিতাইয়োর এক বাসিন্দাকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের আধিকারিক মনসুরুদ্দিনের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। তাতেই জানানো হয় তিস্তা নদীর বাঁধ দিয়ে একটি টোটো রিক্সো করে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িতে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছে।
খবর পেয়েই অ্যাকশনে নামে পুলিশ! সেন পাড়া সংলগ্ন বাঁধের বাজার এলাকায় পাতে ফাঁদ। শুরু হয় তল্লাশি। এরইমধ্যে একটি টোটোর গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। দাঁড় করিয়ে টোটোর যাত্রীদের তল্লাশি করতেই মদন বর্মন নামে ময়নাগুড়ির এক ব্যাক্তির কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। পুলিশ জানতে পেরেছে জলপাইগুড়ি স্টেশন হয়ে মালদহ ওই গাঁজা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই তিনি গাঁজা নিয়ে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের দিকে যাচ্ছিলেন।
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, ওই ব্যাক্তিকে প্রথমে আটক করা হয়। তারপরই গ্রেফতার। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া ১৪ কিলো ৬৭ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার তোলা হবে আদালতে।