Jalpaiguri Road Accident: বিয়ে সেরেই পুজো দিতে যাচ্ছিলেন, নদীতে পড়ে গেল নব দম্পতির গাড়ি! ভয়ঙ্কর পরিণতি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2021 | 9:59 AM

Jalpaiguri Road Accident: স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে চালসার একটি একটি নার্সিংহোমে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলিগুড়ি স্থানান্তরিত করা হয়।

Jalpaiguri Road Accident: বিয়ে সেরেই পুজো দিতে যাচ্ছিলেন, নদীতে পড়ে গেল নব দম্পতির গাড়ি! ভয়ঙ্কর পরিণতি
জলপাইগুড়ি গাড়ি দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: সাত সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল নব দম্পতি-সহ মোট ৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলকাব্যের। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে চালসা সংলগ্ন কুর্তি নদীর সেতু এলাকায়। আহত ৪ জনই শিলিগুড়ির বাসিন্দা।

জানা গিয়েছে, সোমবার রাতে চালসার একটি হোটেলে বিয়ে হয় ওই দম্পতির। বুধবার সকালে একটি ছোট গাড়িতে করে দম্পতি-সহ মোট ৪ জন মালবাজারের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে চালসার ৩১ নং জাতীয় সড়কের কুর্তি সেতু পাশের এলাকায় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নদীর নীচে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে চালসার একটি একটি নার্সিংহোমে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলিগুড়ি স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।ঘটনার খবর চাইর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়।

গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে, মুছড়ে গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, আচমকাই তাঁরা একটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। শব্দের উত্স সন্ধানে তাঁরা দৌড়ে আসেন। দেখেন গাড়িটি মুখ থুবড়ে নদীতে পড়ে রয়েছে। গাড়ির সামনের অংশ দমুড়ে গিয়েছে। তার মধ্যেই আটকে ছিলেন চার জন।

গাড়িতে থাকা এক বধূর হাতের মেহেন্দি ও পরনের পোশাক দেখে তাঁরা বুঝে গিয়েছিলেন সদ্যই বিয়ে হয়েছে ওই তরুণীর। পাশে ছিলেন তাঁর স্বামী। দুই জনেই গুরুতর আহত হয়েছেন। গাড়িতে ছিলেন আরও দু’জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

দৃশ্য দেখে তাঁরা প্রথমে পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার আগেই স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল? কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকাতেই কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক? নাকি অন্য কোনও কারণ? তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দা নফসর আলি বলেন, “রাতে একটি হোটেলে তাঁরা অনুষ্ঠান করেন। এরপর সেখান থেকে সকালে একটি মন্দিরে পূজো দিত যান এবং পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। সেতু থেকে নীচে পড়ে যায় ছোট গাড়িটি। চারজন আহত হয়, তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসে। সেখান থেকে শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি করা হয়।” হাসপাতালে চিকিত্সাধীন প্রত্যেকে।

আরও পড়ুন: Foggy Morning: শীতের প্রথম ঘন কুয়াশাচ্ছন্ন সকাল! ২ ঘণ্টা কোনও বিমান উড়ল না কলকাতায় বিমানবন্দরে

 

Next Article