Jalpaiguri: টেবিলের পাশে কুণ্ডলী পাকিয়ে ছিল, হাসপাতালের সাপ ঘিরে চাঞ্চল্য
Jalpaiguri: বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালের প্যাথলজি সেন্টারের বাইরে উপছে পড়েছিল রোগীদের ভিড়। নির্দিষ্ট সময়ে সেন্টারের তালা খুলে ভিতরে ঢুকতেই বিশাল সাপ দেখে ভয় পেয়ে যান কর্মী। চিৎকার করে ঘরের দরজা বন্ধ করেই বেরিয়ে আসেন।
জলপাইগুড়ি: টেবিলের নীচে ঘাপটি মেরে ছিল। এক কর্মীর বিষয়টা নজরে আসে। টর্চের আলো ফেলতেই শিউরে ওঠেন হাসপাতালের কর্মীরা। কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটা সাপ।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালের প্যাথলজি সেন্টারের বাইরে উপছে পড়েছিল রোগীদের ভিড়। নির্দিষ্ট সময়ে সেন্টারের তালা খুলে ভিতরে ঢুকতেই বিশাল সাপ দেখে ভয় পেয়ে যান কর্মী। চিৎকার করে ঘরের দরজা বন্ধ করেই বেরিয়ে আসেন।
এরপর সেন্টারের দরজা বন্ধ করে দিয়ে খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এরপর তিনি গিয়ে সাপটিকে উদ্ধার করে। ফের শুরু হয় প্যাথলজি সেন্টারের কাজকর্ম। বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানিয়েছেন, এটি একটি র্যাট স্নেক। খাবারের সন্ধান এসেছিল। উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি-ধূপগুড়িতে এমনিতেই প্রচুর সাপের দেখা মেলে বলে জানান স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগেই হাসপাতালে এক চিকিৎসককে সাপে কামড়ায়। ওই অবস্থাতেই স্যালাইনের চ্যানেল হাতে রোগীদের চিকিৎসা করেন চিকিৎসক।