জলপাইগুড়ি: বৌভাতের অনুষ্ঠান সেরে সবে ফিরছিল কনেযাত্রীদের বাস। পথে আলু বোঝাই ট্রাকে ধাক্কা মেরে উল্টে গেল বাস। মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি (Mainaguri) এলাকায়। ঘটনায় মৃত ৩।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী কাঠালবাড়ি এলাকা থেকে একটি পরিবার ক্রান্তি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। বাসে ছিলেন প্রায় ৪২ জন, তাঁরা প্রত্যেকেই কনে যাত্রী। ক্রান্তি থেকে ফেরার পথে ময়নাগুড়ি শিঙ্গিমারী এলাকায় একটি আলু বোঝাই ট্রলিকে ধাক্কা মারে বাসটি। এরফলে বাসটি উলটে যায়।
বাসের মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয় তিন জনের। তাঁরা প্রত্যেকেই বাসের পিছনের সিটে বসেছিলেন। দেহ আটকে যায় সিটের নীচে। দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ গিয়ে প্রত্যেককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়।
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় যুবক, শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা
ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে যান ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী মনোজ রায় সহ অনেকে। মনোজ রায় আহতদের সঙ্গে কথা বলেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন।