John Barla: বিরাট ক্ষতি হয়ে গেল জন বার্লার, বললেন, ‘কষ্ট হচ্ছে’

John Barla: ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত জন বার্লার পৈত্রিক বাড়ি। শনিবার দুপুরে আচমকাই বাড়ির আগের কাঠের দো চালা ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাউ-দাউ করে জ্বলে ওঠে বাড়ির একাংশ।

John Barla: বিরাট ক্ষতি হয়ে গেল জন বার্লার, বললেন, কষ্ট হচ্ছে
জন বার্লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 21, 2025 | 4:26 PM

বানারহাট: এমন ঘটনা কখনও ঘটতে পারে ভাবতেই পারেননি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা জন বার্লা। তিনি নিজেও স্বীকার করলেন, খুবই কষ্ট হচ্ছে তাঁর। বড় ক্ষতি যে হয়ে গেল তাও মেনে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যে বাড়ি থেকে সংগঠনের শুরু, সেই বাড়ির এমন অবস্থা হবে ভাবতেও পারেননি এই তৃণমূল নেতা।

ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত জন বার্লার পৈত্রিক বাড়ি। শনিবার দুপুরে আচমকাই বাড়ির আগের কাঠের দো চালা ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাউ-দাউ করে জ্বলে ওঠে বাড়ির একাংশ। ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। বার্লা জানিয়েছেন, অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তাঁর।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কয়েকদিন আগেই ইলেকট্রিকের পোস্টে আগুন লেগে গিয়েছিল। ওর উপরে বক্স ছিল। তারপর অস্থায়ী একটি বক্স লাগিয়ে তার উপর কাজ করে চলে গিয়েছিল। আজ বোধহয় কোনওভাবে শর্ট-সার্কিট হয়। বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ে। নীচে সেই সময় বাচ্চারা খেলছিল। সেই তার থেকেই আমার বাড়িতে আগুন লেগে যায়। আমি দমকলে ফোন করি। তবে আগুন লাগার সঙ্গে-সঙ্গে চা বাগানের লোকজন ছুটে আসেন। তারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন।”

তিনি আরও বলেন, “এটা আমার পৈত্রিক বাড়ি। অনেকই ক্ষতি হয়ে গেল। এই ঘর থেকেই সংগঠন শুরু করেছিলাম। সেই কারণে এই ঘর নষ্ট করিনি। কষ্ট তো হবেই।”