Kali Puja 2023: এইখানে গেলেই দর্শন পাবেন জ্যান্ত ভূতেদের

Kali Puja 2023: ক্লাবের সহ-সভাপতি সঞ্জয় সরকার বলেন, "শহরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন এলাকার থেকে মানুষ আমাদের থিম এখানে দেখতে আসেন। তারা যথেষ্টই আনন্দ পান। আমরা বিগ বাজেটের পুজোগুলির গতানুগতিক থিমের বাইরে গিয়ে ক্লাব ও এলাকার মানুষের তৈরি এই থিম দর্শনার্থীদের মধ্যে যে যথেষ্ট সাড়া পড়েছে।

Kali Puja 2023: এইখানে গেলেই দর্শন পাবেন জ্যান্ত ভূতেদের
এই খানেই ঘুরছে ভূতেরাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 4:51 PM

জলপাইগুড়ি: গা ছমছম পরিবেশ। বড়-মেজ-ছোট কোনও ভূতই বাদ নেই। আচমকা এমন ভাবে কাছে চলে আসবে যা দেখে পিলে চমকে উঠতে বাধ্য। কোথায় আস্তানা গেড়েছে এই ভূতের দল ?

জলপাইগুড়ি ভগত সিং কলোনীতে। সেখানে কালী প্রতিমার প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই। জানা গিয়েছে, এই পুজো কমিটির বয়স মাত্র সাত বছর। আর এর মধ্যেই ক্লাব সদস্যদের আপ্রাণ প্রচেষ্টায় খুব অল্প বাজেটে অভিনব থিমের কালী পূজো করে শহরের বিগ বাজেটের পুজোকে টেক্কা দিয়ে রিতীমত নজর কেড়েছে জলপাইগুড়ি ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। গত ৭ বছর ধরে তাদের কালী পুজোর থিম “ভয় মহল ” এবারেও সেই একই থিমে কালী পুজো করে নজর কাড়ল এই পুজো কমিটি।

ভয় মহলে গেলে আপনি দেখতে পাবেন, জীবন্ত ভূতরা ঘোরাঘুরি করছে। ক্লাবের পক্ষ থেকে আলো-আঁধারি পরিবেশে সঙ্গে বিভিন্ন ভৌতিক আওয়াজ দিয়ে একটি রোমহর্ষক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যেখানে আপনি জীবন্ত ভূত, পেত্নী দের আজব কান্ড কারখানা দেখে আপনার গা কাঁটা দিয়ে উঠবে। আর এর সঙ্গে দেখতে পাবেন ‘জ্যান্ত’ কালী ঠাকুর।

অন্ধকার নামতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ভয় মহল। সমস্ত জীবন্ত ভূত গুলির অভিনয় করে থাকেন ক্লাবের ক্ষুদে সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। বাইরে থেকে কোনও আলোকসজ্জা বা মণ্ডপ শয্যার ব্যবস্থা করা হয় না। কারণ খুবই স্বল্প বাজেটেই উপস্থাপন করা হয় এই থিম।

ক্লাবের সহ-সভাপতি সঞ্জয় সরকার বলেন, “শহরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন এলাকার থেকে মানুষ আমাদের থিম এখানে দেখতে আসেন। তারা যথেষ্টই আনন্দ পান। আমরা বিগ বাজেটের পুজোগুলির গতানুগতিক থিমের বাইরে গিয়ে ক্লাব ও এলাকার মানুষের তৈরি এই থিম দর্শনার্থীদের মধ্যে যে যথেষ্ট সাড়া পড়েছে। প্রথমবার আমরা খুব ছোট করে শো করেছিলাম। আস্তে আস্তে একটু বড় করে করার চেষ্টা করা হচ্ছে। মানুষের মুখে এই শো এতটাই ছড়িয়ে পড়েছে যে জেলার বাইরে থেকে এবার দর্শনার্থী আসতে শুরু হয়েছে। ভিড় সামলাতে আমরা হিমসিম খাচ্ছি।”