নয়া দিল্লি: সোমবার সাতসকালে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহগামী এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা পনেরো। আহত প্রায় ৬০ জন। ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নরেন্দ্র মোদী লিখেছেন, “রেল দুর্ঘটনায় যাঁরা নিজের ভালবাসার মানুষ হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা রইল। আমি প্রার্থনা করছি আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হোক। উদ্ধারকার্য চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন।”
The railway accident in West Bengal is saddening. Condolences to those who lost their loved ones. I pray that the injured recover at the earliest. Spoke to officials and took stock of the situation. Rescue operations are underway to assist the affected. The Railways Minister Shri…
— Narendra Modi (@narendramodi) June 17, 2024
নরেন্দ্র মোদীর পাশাপাশি শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। এ দিকে, রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আজ সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানির কাছে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালগাড়ির। লাইনচ্যুত হয়ে যায় তিনটি কামরা। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়। আরেকটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে।