জলপাইগুড়ি: শিয়রে লোকসভা ভোট। কমিশনের তরফে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি বটে, তবে প্রস্তুতি চলছে জোরকদমে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এসবের মধ্যেই এবার সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে আসরে নেমে পড়লেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসি সঞ্জয় দত্ত। বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকা জুড়ে চলল পুলিশের রুট মার্চ। আসন্ন নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে একেবারে রাস্তায় নেমে সাধারণ মানুষজনের থেকে এলাকায় ভোটের সময়ের অতীতের অভিজ্ঞতা বুঝে নেওয়ার চেষ্টা করলেন আইসি।
রাস্তায় রাস্তায় ঘুরলেন। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেন। অতীতে লোকসভা ভোটের সময় কারও কোনও তিক্ত অভিজ্ঞতা রয়েছে কি না, তাও জানার চেষ্টা করলেন। জানতে চাইলেন, শেষ লোকসভা ভোটে তাঁরা ভোট দিয়েছিলেন কি না। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছে কি না। বিশেষ করে কেউ ভোট দিতে পারেননি, বা কারও ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে কি না… সেসব বিষয়ে খোঁজখবর নিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার নবনিযুক্ত আই সি সঞ্জয় দত্ত।
এর পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ডিবিসি রোড এলাকায় সোনার শোরুম এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন আইসি। ব্যবসায়ীদের কারও কোনও সমস্যা বা পুলিশ পরিষেবার দিক থেকে কোনও অভাব-অভিযোগ রয়েছে কি না, সে সব বিষয়েও খোঁজখবর নেন তিনি। থানার নতুন আইসিকে সামনে পেয়ে ব্যবসায়ীরাও নিজেদের সমস্যার কথা জানালেন। বিশেষ করে সোনার দোকানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি তাঁরা আইসির নজরে আনেন।