জলপাইগুড়ি: বৈশাখ মাস। ভরা বিয়ের মরসুম। বৃহস্পতিবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জলপাইগুড়ির শুভঙ্কর ইন্দ্র ও সুতপা রায়। আজ শুক্রবার তাঁদের বাসি বিয়ে ছিল। এদিকে তাঁদের কেন্দ্রে এদিন আবার ভোট। বাসি বিয়ে সেরে তাড়াহুড়ো করে নবদম্পতি ছুটলেন ভোটকেন্দ্রে। একেবারে ব্যান্ড-বাজা-ভোট। নববিবাহিত দম্পতি একেবারে বিয়ের পোশাকেই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে হাজির। ভোটকেন্দ্রে নবদম্পতি নিয়ে দারুণ হইহই। খবর পেয়ে এসে হাজির হন স্থানীয় কাউন্সিলরও। চকোলেট তুলে দেন দম্পতির হাতে।
শুভঙ্কর ইন্দ্র জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা। পাত্রী সুতপা রায় জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়। এদিন বাসি বিয়ে। সেই আচার সেরেই নিউ সার্কুলার রোডে এসে প্রথমে ভোট দেন শুভঙ্কর।
শুভঙ্কর ইন্দ্র বলেন, “বাসি বিয়ে সেরে ভোট দিতে চলে এসেছি। এখনও খাওয়াদাওয়া করিনি। অন্যরকম অভিজ্ঞতা হল। আসলে ভোটটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ভোটদান জরুরিও। তাই সেটাই প্রয়োগ করতে এলাম।” বরের ভোট হতেই কনে চললেন নিজের ভোটকেন্দ্রে। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানান, এই তরুণ দম্পতির গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার যে আগ্রহ তা নিঃসন্দেহে প্রশংসনীয়।