Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dog Bite: রাস্তায় বেরলেই কামড় বসাচ্ছে কুকুর, পরপর হাসপাতালে এলাকাবাসী

Dog Bite: সুজিত রায় নামে এক গ্রামবাসী জানিয়েছেন, একটি পাগল কুকুর গোটা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। কুকুরের কামরে আহত হয়েছেন তিনি নিজেও। তিনি জানান, কুকুরটি তাঁর বাড়িতে যায়, প্রথমে তাঁর বাবাকে কামড় দেন, এরপর কুকুরের হাত থেকে বাবাকে সরাতে গেলে তাঁকেও কামড় দেয় কুকুরটি।

Dog Bite: রাস্তায় বেরলেই কামড় বসাচ্ছে কুকুর, পরপর হাসপাতালে এলাকাবাসী
প্রতীকী ছবিImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 12:06 PM

ধূপগুড়ি: পাগল কুকুরের কামড়ে আহত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৪ জন গ্রামবাসী। এই ঘটনায় আতঙ্কে ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর গ্রামপঞ্চায়েতের পাইকার পারার গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি পাগল কুকুর। সেই কুকুর একের পর এক গ্রামবাসীর শরীরে কামড় বসাচ্ছে। একদিনেই কুকুরের কামড়ে ১২ থেকে ১৪ জন গ্রামবাসী আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছে একই পরিবারের দুই সদস্যও। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

সুজিত রায় নামে এক গ্রামবাসী জানিয়েছেন, একটি পাগল কুকুর গোটা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। কুকুরের কামরে আহত হয়েছেন তিনি নিজেও। তিনি জানান, কুকুরটি তাঁর বাড়িতে যায়, প্রথমে তাঁর বাবাকে কামড় দেন, এরপর কুকুরের হাত থেকে বাবাকে সরাতে গেলে তাঁকেও কামড় দেয় কুকুরটি। পাগল কুকুরের তাণ্ডবে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। কুকুরটি কোথা থেকে এল, তা বুঝতে পারছেন না এলাকার মানুষজন। তিনি আরও বলেন, শিশুদের ক্ষেত্রে বেশি আতঙ্ক থাকছে। তাদের আটকানো যাচ্ছে না।

গ্রামবাসীরা যে দিকে যাচ্ছে, সে দিকেই কামড় দিচ্ছে কুকুর। তাকে ধরাও সম্ভব হয়নি। ফলে আতঙ্ক থেকেই যাচ্ছে ওই এলাকায়।