মালবাজার: বছরের প্রথম দিন। কুয়াশা ঢাকা ভোরেই হঠাৎ ঢুকে পড়ে বাজারে। দোকানের সামনে ঘোরাফেরা করছে। কখনও ঢুকে পড়ছে সবজি বাজারে। তাকে দেখে রীতিমতো দোকানের ঝাঁপি ফেলছেন দোকানিরা। দলছুট বুনো দাতাল হাতি দাপিয়ে বেড়াল মালবাজার শহর। আতঙ্ক এলাকায়।
বছরের প্রথম দিন ভোরের আলো ফুটতেই শহরে চলে এল দলছুট বুনো দাঁতাল। সোমবার ভোর পৌনে ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মালবাজার শহরের রামকৃষ্ণ কলোনি, সত্যনারায়ণ মোড় , গুরুদুয়ারা, ক্যালটেক্স মোড় এলাকা দিয়ে হাতিটি দাপিয়ে বেড়ায়। জাতীয় সড়কে উঠে পড়ে দাঁতাল হাতিটি।
পাড়ার ভেতরের কুকুরদের আর্তচিৎকার শুনে অনেকেই আড়মোড়া ভেঙে রাস্তায় নেমেই হাতি দেখে আতকে ওঠেন। বন দফতর, পুলিশ কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে অভিযোগ। যদিও সক্রিয় হন মালবাজার শহর লাগোয়া সেনা ছাউনির জওয়ানরা। তাঁদের উদ্যোগেই মালবাজার পৌরসভা পার করে সেনা ছাউনির ভেতর দিয়ে চা বাগানের দিকে পাঠিয়ে দেয় হাতিটিকে। হাতির শহরে চলে আসার ঘটনায় এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর অবশ্য মেলেনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯৯১ সালে এই রকম ভাবে এক সকালে মালবাজার শহরের বুকে হাতি ঘুরে বেরিয়ে ছিল। পরে আপন মনে ফিরে যায়। শহরের আশেপাশে দেখা গেলেও হাতি শহরের বুকে এভাবে আসেনি। এতেই শহরের আতঙ্ক ছড়িয়েছে।
অনুমান করা হচ্ছে আইভিল ও সোনগাছি চা বাগান হয়ে সাখামের জঙ্গলে যাওয়ার পথে দল ছুট হয়ে শহরে চলে এসেছিল।