
মালবাজার: চিতাবাঘ ধরা পড়তেই স্বস্তি বামনডাঙা চা বাগানে। পুজোর মধ্যেই আতঙ্ক ছড়িয়েছিল বামনডাঙা চা বাগান ও মডেল ভিলেজে। প্রতিমা দর্শনে বেরোতেও ভয় পাচ্ছিলেন বাসিন্দারা। অবশেষে বনদফতরের পাতা খাঁচায় পূর্ণবয়স্ক এক চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন এলাকাবাসী। গত কয়েক দিন ধরে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন বাগানবাসীরা। ফলে শ্রমিক মহলে তীব্র আতঙ্ক ছড়ায়।
এরপর বনদফতর চা বাগান এলাকায় দুটি খাঁচা পাতে-একটি বাগানের ১৮ নম্বর লাইনে এবং অন্যটি মডেল ভিলেজে। অবশেষে সোমবার সকালে ১৮ নম্বর লাইনে পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়ে। বনকর্মীরা ইতিমধ্যেই সেটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জ অফিসে নিয়ে যাচ্ছেন। এবার নিশ্চিন্তে প্রতিমা দর্শনে বেরোতে পারবেন বাগান শ্রমিকরা।
ডুয়ার্সে বেশ কয়েক মাস ধরে চিতাবাঘ আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় ১২ বছরের কিশোরকে। বানারহাট থানার কলাবাড়ি এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। কলাবাড়ি হাইস্কুলে ক্লাস সিক্সে পড়ছিল সে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন বুধবার সন্ধ্যাবেলা বাড়ির সামনে খেলছিল ওই কিশোর। তখনই আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।
টানতে টানতে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। কিছু সময় পর এলাকা থেকেই কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। বাগানে কাজ করতেও ভয় পাচ্ছিলেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে চিতাবাঘ ধরা পড়ায়, কিছুটা হলেও স্বস্তিতে এলাকাবাসী।