Dhupguri Murder: বাগানে ঢুকে দা দিয়ে ছেলের গলা কেটে দিল বাবা

Murder: পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় বাড়িতে বাবা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসায় প্রচণ্ড ক্ষুব্ধ হয় বাবা। রেগে গিয়ে বাড়িতে থাকা চা-বাগানের ঝুর্নি দা দিয়ে বাবা ছেলের গলায় আঘাত করে বলে অভিযোগ।

Dhupguri Murder: বাগানে ঢুকে দা দিয়ে ছেলের গলা কেটে দিল বাবা
খুন করলেন বাবাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 12, 2025 | 6:31 PM

মেটলি: ছেলেকে খুনের অভিযোগ। খোদ বাবার বিরুদ্ধে উঠল এ হেন গুরুতর অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল মেটেলি থানার পুলিশ। ধৃত বাবার নাম বেজনাথ চিকবাড়াইক। মৃত ছেলের নাম সমির চিকবাড়াইক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের চিলোনি চা বাগান এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় বাড়িতে বাবা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসায় প্রচণ্ড ক্ষুব্ধ হয় বাবা। রেগে গিয়ে বাড়িতে থাকা চা-বাগানের ঝুর্নি দা দিয়ে বাবা ছেলের গলায় আঘাত করে বলে অভিযোগ। সেই আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে। স্থানীয় লোকজন রাতেই গুরুতর আহত অবস্থায় ছেলেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে রাত্রেই বাবাকে গ্রেফতার করে মেটেলি থানার পুলিশ। আজ ধৃত বাবাকে আদালতে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কেউ কোনও বক্তব্য দেয়নি।

এর আগে জলপাইগুড়ির ধূপগুড়িতে পারিবারিক সমস্যার জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনাতেও পুলিশ গ্রেফতার করেছিল অভিযুক্তকে। এবারও সেই একই ঘটনা প্রকাশ্যে এল।