
ধূপগুড়ি: বোরলি,বোয়াল,আড়ের মতো একাধিক মাছ মরে যাচ্ছে। আর মরে-মরে ভেসে উঠছে নদীতে। তিস্তা নদীতে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার একদিনও গেল না, এবার উত্তরবঙ্গের আরও একটি নদীতে মাছ মরে ভেসে উঠল। তিস্তার পর এবার রাঙাতি নদীতেলক্ষ লক্ষ মাছের মৃত্যু হয়েছে বলে খবর।
কিন্তু কেন এমন ঘটনা?
এলাকাবাসীদের দাবি, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন অসাধু মাছ শিকারি নদীর জলে বিষ প্রয়োগ করেন। আর সেই কারণে নদীর জলে ভেসে ওঠে লক্ষ-লক্ষ মৃত মাছ। আর সকালে এই দৃশ্য দেখেই নদীতে নেমে মরা মাছ কুড়োতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, রাঙাতি নদীতে আগে নানা প্রজাতির মাছ পাওয়া যেত। এখনও তা পাওয়া যায়। কিন্তু কিছুদিন ধরে কিছু অসাধু মাছ শিকারি অধিক মাছ ধরার উদ্দেশ্যে নদীতে বিষ প্রয়োগ করছে। এতে ছোট-বড় সমস্ত মাছ মারা গিয়ে নদীর জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর অনুমান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। নয়ত তাঁরা অন্য নদীতেও একইভাবে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলবে। এ ঘটনাকে নিন্দা জানিয়ে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরাও। তাঁদের দাবি, নদী রক্ষায় কড়া নজরদারি ও প্রশাসনের জরুরি পদক্ষেপ করা প্রয়োজন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “যে এই কাজটা করেছে মোটেও ভাল করেনি। অনেক মানুষ এখান থেকে মাছ তুলে বিক্রি করে খেত। কিন্তু এখন কী পাবে?”
বস্তুত, মঙ্গলবারও তিস্তায় যে মাছ মারা গিয়েছিল সেখানে অভিযোগ ছিল বিষ তেল প্রয়োগ করে এই মাছগুলি মেরে ফেলা হয়েছিল। অল্প পরিশ্রমে বেশি মাছ ধরার জন্য অসাধু কিছু মৎস্যজীবী এই ঘটনা ঘটিয়েছেন। এরপর আজ ধূপগুড়িতেও এমন ঘটনায় নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে।