Body Recover: দাদাকে খাবার দিতে গিয়ে নিখোঁজ বোনের দেহ মিলল ডুডুয়া নদীতে

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Oct 02, 2023 | 8:39 PM

Jalpaiguri: প্রতিদিনই নদী পার করে কৃষি জমিতে কাজ করতে যান অলিয়ার রহমান নামে। পায়ে হেঁটেই সে নদী পারাপার করেন গ্রামের লোকেরা। ইদানিং বর্ষার কারণে জল বেড়েছে নদীতে। কিছুটা স্রোতও বেড়েছে ডুডুয়ায়।

Body Recover: দাদাকে খাবার দিতে গিয়ে নিখোঁজ বোনের দেহ মিলল ডুডুয়া নদীতে
দেহ নিতে এলাকার লোকজনের ভিড়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: নদী পেরিয়ে দাদাকে খাবার দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বোন। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর দেহ উদ্ধার হল। ধূপগুড়ি ব্লক দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী। সেই নদী পার করেই প্রতিদিন দাদাকে খাবার দিতে যান বোন। রবিবার সকালে খাবার দিতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন। সোমবার উদ্ধার হল দেহ। খগেনহাটের শীলবাড়ি ঘাট এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকজন।

প্রতিদিনই নদী পার করে কৃষি জমিতে কাজ করতে যান অলিয়ার রহমান নামে। পায়ে হেঁটেই সে নদী পারাপার করেন গ্রামের লোকেরা। ইদানিং বর্ষার কারণে জল বেড়েছে নদীতে। কিছুটা স্রোতও বেড়েছে ডুডুয়ায়। তবে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলেই নদী পারাপার করে কাজে যান এলাকার লোকজন।

রবিবার অলিয়ারকে খাবার দিতে গিয়েছিলেন তাঁর বোন অলিমা খাতুন (৪৫)। দাদা দেখেনও, বোন নদী পার হয়ে আসছে। এরপরই নজর সরাতেই নিখোঁজ হয়ে যান অলিমা। রাতভর তল্লাশি চলে নদীর দু’ধারে। তবে তাঁর খোঁজ মেলেনি। এরপর সোমবার দুপুর নাগাদ ধূপগুড়ি থানার অন্তর্গত সোনাখালি সংলগ্ন ডুডুয়া নদীতে দেহ ভাসতে দেখা যায় এক মহিলারয খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। সোমবার মৃতদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে।

Next Article