Maynaguri: বাঁশ দিয়ে বেধড়ক মার শাশুড়ির, ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন গৃহবধূ

Maynaguri: গৃহবধূ মান্তা বোসের অভিযোগ, তাঁর স্বামী পরকীয়ায় লিপ্ত। স্বামীকে এই কাজে মদত দিচ্ছে তার শ্বশুরবাড়ি লোকেরা। তাই তাঁকে শ্বশুরবাড়ি থেকে উৎখাত করতে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তার উপর দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে অত্যাচার চালাচ্ছে।

Maynaguri: বাঁশ দিয়ে বেধড়ক মার শাশুড়ির, ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন গৃহবধূ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 8:52 PM

ময়নাগুড়ি: প্লিজ হেল্প, প্লিজ হেল্প বলে ফেসবুক লাইভে কাতর আবেদন তালা বন্দি এক গৃহবধূর। ময়নাগুড়ির বাসিন্দা ওই গৃহবধূর ফেসবুক লিঙ্ক এখন লোকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। গৃহবধূকে বাটাম দিয়ে মারধর করার একটি দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি মারমুখী শাশুড়ির হাত থেকে বাঁচার জন্য কাতর আবেদন জানাচ্ছেন ওই গৃহবধূ, এরকম আরও একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে ময়নাগুড়িজুড়ে।

গৃহবধূ মান্তা বোসের অভিযোগ, তাঁর স্বামী পরকীয়ায় লিপ্ত। স্বামীকে এই কাজে মদত দিচ্ছে তার শ্বশুরবাড়ি লোকেরা। তাই তাঁকে শ্বশুরবাড়ি থেকে উৎখাত করতে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে অত্যাচার চালাচ্ছে। অভিযোগ, মঙ্গলবার সেই অত্যাচার চরমে ওঠে। যা সহ্য করতে না পেরে তিনি গৃহবন্দী অবস্থাতেই ওই মহিলা ফেসবুক লাইভ করেছেন। তাঁর আরও অভিযোগ স্বামী ও শাশুড়ি তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দিয়েছে। বাড়িতে রয়েছে তাঁর এক ছেলে ও এক মেয়ে। দুজনেই নাবালক। মেয়েটি একাদশ শ্রেণির ছাত্রী। ছেলেটি ক্লাস টু’তে পড়ে। ঘটনায় ইতিমধ্য়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা।

অন্যদিকে স্বামী বিনয় বসু ও শাশুড়ি লক্ষ্মী রানি বোস তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা ওই গৃহবধূর বিরুদ্ধে আওয়াজ তুলে শাশুড়ি বলছেন, “আমার স্বামীকে মারতে আসছিল। আমি ওকে আটকে দিয়েছি। তখন আমার হাতে মেরেছে। মুখেও মেরেছে। তখনই আমি ওর হাত থেকে লাঠিটা নিয়ে নিই ওর হাতে। ওকে বলি এটা নিয়ে থানায় যাব। কিন্তু, ও যে এত কাণ্ড করে ফেলবে বুঝতে পারিনি।” এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে ময়নাগুড়ির পাড়ায় পাড়ায়।