Saraswati Puja: মন্ত্র উচ্চারণ করে হাতেখড়ি হল রুকসানা, হিয়া পার্ভিন, আহান কবিরদের, সরস্বতী পুজোর এক অন্য ছবি

Saraswati Puja: শতাধিক অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৩৫ জন ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের।

Saraswati Puja: মন্ত্র উচ্চারণ করে হাতেখড়ি হল রুকসানা, হিয়া পার্ভিন, আহান কবিরদের, সরস্বতী পুজোর এক অন্য ছবি
গণ হাতেখড়িতে সামিল ক্ষুদেরাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 04, 2025 | 7:56 AM

ধূপগুড়ি: ভিতরে চলছে বাণী বন্দনা, আর বাইরে বন্দুক হাতে পাহারা দিচ্ছে পুলিশ। রাজ্যের একাধিক স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমনই ছবি সামনে এসেছে। রাজনৈতিক কাজিয়ায় কোথাও কোথাও বন্ধ হতে বসেছিল সরস্বতী পুজো। তবে পুজোর দিন এক অন্য ছবি দেখল ধূপগুড়ি। প্রতিমার সামনে বসে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে হাতেখড়ি হল হিয়া পার্ভিন, আহান কবির, লাভলী জিয়ানস রায় সহ শতাধিক শিশুর।

মায়েরা কোলে ক্ষুদে সন্তানদের বসিয়ে লেখালেন অক্ষর। সরস্বতীর সামনে দিলেন প্রথম লেখার পাঠ। ধর্মকে দূরে রেখে সবাই রীতি মেনে পুরোহিতের বলা মন্ত্র উচ্চারণ করে অঞ্জলিও দেন। ধূপগুড়ি প্রেসক্লাবের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছিল।

সোমবার জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গনপত, জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা প্রমুখ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। শতাধিক অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৩৫ জন ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের।

রুকসানা, রেহান, লাইলি, হিয়া, আহান রাও, জিয়ানস রায়, প্রিয়াংশু ভক্তদের মতো শিশুরা এদিন একসঙ্গে বসে হাতেখড়ি দেয়।