ধূপগুড়ি: একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে বিভিন্ন স্কুলে চলছে একাদশ শ্রেণির পরীক্ষা। সেই পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল ১৭ বছরের বিশাল তামাং। পরীক্ষা শেষ হওয়ার আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে নিতেই ফিরছিল সে। তবে বন্ধুদের চোখের সামনেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। কিছু করার আগেই সব শেষ। কান্নায় ভেঙে পড়েছে বিশালের সঙ্গীরা।
সোমবার একাদশ শ্রেণির পরীক্ষার্থী বিশাল তামাং বাড়ি ফিরছিল গাড়ির ছাদে বসে। রীতিমতো বিপজ্জনক সফর! আর সেই সফরের সময়েই ঘটে গেল দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির হুডে করে বাড়ি ফেরার সময় গাড়ি থেকে পড়ে যায় বিশাল তামাং। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত ছাত্র নাগরকাটার খাস বস্তির বাসিন্দা।
গরুবাথানের যুদ্ধবীর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল বিশাল। এদিন একাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে ফেরার পথে পান্ডারা মোড় এলাকায় এক ম্যাজিক গাড়ির হুড থেকে নীচে পড়ে যায় সে। গুরুতর আহত থাকায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ছাত্রের মৃত্যু থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের নজরদারি সত্যেও কীভাবে গাড়ির হুডে যাতায়াত করছেন ছাত্ররা? কোথায় নজরদারি?