Jalpaiguri: ব্লাড সুগার টেস্টের জন্য ৩০ মিনিট বাড়ির বাইরে, ২ লক্ষ টাকা গায়েব অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর
Jalpaiguri: দম্পতির বক্তব্য, মাত্র ৩০ মিনিটের জন্য বাড়ির বাইরে ছিলেন তাঁরা। তার মধ্যে বাড়িতে চুরি হয়ে গেল। তাঁদের সন্দেহ, স্থানীয় কোনও পরিচিত এই ঘটনায় জড়িত আছে। না হলে এত দ্রুত চুরি সম্ভব নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জলপাইগুড়ি: ব্লাড সুগার পরীক্ষা করাতে গিয়েছিলেন। মাত্র ৩০ মিনিট বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। ৩০ মিনিটেই তাঁর বাড়ি থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও সোনাদানা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনাটি জলপাইগুড়ির।
সোমবার ভরদুপুরে চুরির ঘটনা ঘটল সদ্য অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বাড়িতে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার খড়িয়া গ্রামপঞ্চায়েতের নাজির পাড়ার বাসিন্দা সমর শীল। জলপাইগুড়ি সেচ দফতর থেকে সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। এবার তিনি বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। সেইজন্য ব্যাঙ্ক থেকে প্রায় দুই লাখ টাকা তুলে এনেছিলেন। সেই টাকা বাড়িতে রাখা ছিল।
এদিন দুপুরে স্ত্রী মায়াদেবীর ব্লাড সুগার পরীক্ষা করাবার জন্য প্যাথলজিতে নিয়ে যান। আধ ঘণ্টা পর ঘরে ফিরে দেখেন দরজা ভাঙা। সব কিছু লন্ডভন্ড। নেই নগদ প্রায় দুই লক্ষ টাকা ও সোনাদানা। খবর দেন কোতোয়ালি থানায়।
দম্পতির বক্তব্য, মাত্র ৩০ মিনিটের জন্য বাড়ির বাইরে ছিলেন তাঁরা। তার মধ্যে বাড়িতে চুরি হয়ে গেল। তাঁদের সন্দেহ, স্থানীয় কোনও পরিচিত এই ঘটনায় জড়িত আছে। না হলে এত দ্রুত চুরি সম্ভব নয়। সমর শীল জানান, ২ লক্ষ টাকার মধ্যে হাজার দশেক টাকা খরচ হয়েছে। বাকি টাকা ছিল বাড়িতে। সব টাকা নিয়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। অথচ কোনও কিনারা হচ্ছে না। দিনদুপুরে এভাবে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

