Jalpaiguri School: একজন ভর্তিতে নেই, তিন সন্তান হলেই ছাড়! বাড়তি ফি নিয়ে ‘আজব অফার’ এই স্কুলে
Jalpaiguri: অভিযোগ, এক সন্তানের ক্ষেত্রে সাড়ে চারশো টাকা নেওয়া হলেও, বাড়ির তিন সন্তান একই স্কুলের পড়ুয়া হলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মূলত স্কুলের গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের মাসিক সাম্মানিক দেওয়ার জন্য করে পড়ুয়াদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ যে নেওয়া হচ্ছে তা মানছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
জলপাইগুড়ি: স্কুলে ভর্তিতে অভিনব ‘ডিসকাউন্ট’! শুনতে অবাক লাগলেও জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তির নামে এমনই এক অদ্ভুত নিয়ম চালুর অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, এক সন্তানের ক্ষেত্রে সাড়ে চারশো টাকা নেওয়া হলেও, বাড়ির তিন সন্তান একই স্কুলের পড়ুয়া হলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মূলত স্কুলের গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের মাসিক সাম্মানিক দেওয়ার জন্য করে পড়ুয়াদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ যে নেওয়া হচ্ছে তা মানছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মানছে ম্যানেজিং কমিটিও।
