CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে দেখেই ছুটে এলেন ৭৯-এর বৃদ্ধ, তারপরই বললেন…

এ দিন মুখ্যমন্ত্রী সভাস্থলে যাচ্ছিলেন। দুপাড়ে বাঁশ দিয়ে ব্যারিকড লাগানো ছিল। প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখবেন বলে রাস্তার দু'ধারে দাঁড়িয়েছিলেন। এরপর নিজের গাড়ি থেকে নামেন মমতা। তাঁকে দেখিয়েই এগিয়ে আসেন বছর উনসত্তরের রাজেন রায়।

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে দেখেই ছুটে এলেন ৭৯-এর বৃদ্ধ, তারপরই বললেন...
জলপাইগুড়িতে মমতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 10, 2025 | 1:55 PM

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে রয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আজ প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁরা। আর বুধবার সভাস্থলে যাওয়ার পথে এক আদি তৃণমূল কর্মীকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সমস্যা সমাধানেরও আশ্বাস দিলেন তিনি।

এ দিন মুখ্যমন্ত্রী সভাস্থলে যাচ্ছিলেন। দুপাড়ে বাঁশ দিয়ে ব্যারিকড লাগানো ছিল। প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখবেন বলে রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন। এরপর নিজের গাড়ি থেকে নামেন মমতা। তাঁকে দেখিয়েই এগিয়ে আসেন বছর উনসত্তরের রাজেন রায়।

মুখ্যমন্ত্রী তাঁকে দেখেই হাতজোড় করেন। এগিয়ে এসে ওই বৃদ্ধও হাত জোড় করেন। হাসিমুখে মুখ্যমন্ত্রী কথা বলেন তাঁর সঙ্গে। তখন রাজেনবাবু জানান, এর আগে দুবার সমস্যার কথা বলেছেন তিনি। সেইগুলোর সব সমাধান হয়েছেন। এরপরই বৃদ্ধরে জড়িয়ে ধরেন মমতা। বলেন, “সমস্যার সমাধান হয়েছে তো?”

বৃদ্ধ এবার অভিযোগ করে বলেন,খগেশ্বর রায় ও কৃষ্ণ দাস।এই দুই নেতার লড়াই তে তিনি ঘর পাচ্ছেন না। তখন সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর রাজেন রায় বলেন, “মুখ্যমন্ত্রীকে বলেছি আপনার জন্যই ভাল আছি। উনি আমায় ফুলের তোড়া হাতে তুলে দিয়েছি। তবে এবার বলেছি সামনের রাস্তাটা যেন হয়। এটাও বলেছি যে আমার ঘরটা কেড়ে নিল খগেশ্বর আর কৃষ্ণ সেটা যেন দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন।”