মালবাজার: তৃণমূলের (Trinamool Congress) ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে মালবাজার থানার সামনে ধরনায় বসলেন পঞ্চায়েত (Panchayat) সমিতির সভাপতি। উত্তেজনা এলাকায়। মোতায়েন পুলিশ বাহিনী। মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম তৃণমূলের মাল ব্লক সভাপতির লড়াই চলছিলই। এবার তা চরমে উঠেছে বলে জানা যাচ্ছে। ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে মালবাজার থানায় ধর্নায় পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ, গত দুদিন আগে মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বরার সঙ্গে মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ ওরফে বাবুয়া দুর্ব্যবহার করেছেন। সেই ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে মালবাজারের ডামডিম বাগানে।
রিনা বরার সমর্থনে এদিন বাঁশের লাঠি হাতে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সমর্থকেরা অভিযুক্ত সুশীল প্রসাদের নামে মুর্দাবাদ স্লোগান ও গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে পাল্টা স্লোগান দিতে থাকে ব্লক সভাপতি সুশীল প্রসাদের সমর্থকেরা। তারাও মালবাজার থানার অপর প্রান্তে বিক্ষোভ শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মালবাজার থানার পুলিশ। আদিবাসী বিকাশ পরিষদের সদস্যদের সঙ্গে বচসাও হয় পুলিশের। শুরু হয় ধস্তাধস্তি।
উত্তেজনার খবর পেয়ে মেটেলি থানা ও ক্রান্তি পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসেছেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকাতেই। ঘটনা প্রসঙ্গে মহুয়া গোপ বলেন, “এখনই এ বিষয়ে ঠিক করে কিছু বলতে পারছি না। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটা এত বড় হয়ে গিয়েছে। ঘটনার মধ্যে এখন কারা ঢুকে পড়েছে সেটা আমাকে দেখতে হবে।”