Didir Doot: ভোট বয়কটের ডাক, ‘দিদির দূতে’র প্রবেশ নিষেধ রাজগঞ্জে, কারণ…

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2023 | 1:40 PM

Didir Doot: রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের থানা মোড় কলোনির বাসিন্দাদের বৃহস্পতিবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হতে দেখা যায়।

Didir Doot: ভোট বয়কটের ডাক, দিদির দূতের প্রবেশ নিষেধ রাজগঞ্জে, কারণ...
গ্রামবাসীদের বিক্ষোভ (নিজস্ব চিত্র)

Follow Us

রাজগঞ্জ: এবার গ্রামে দিদির দূতের প্রবেশ নিষেধ করে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গ্রামবাসীরা। সঙ্গে ভোট বয়কটের ডাক গ্রামের মানুষের। অভিযোগ, গ্রামের রাস্তা নেই, পথ বাতি নেই, নিকাশী নালা না থাকায় বর্ষাকালে এক হাঁটু জল জমে যায় গ্রামে। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের থানা মোড় কলোনিতে।

রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের থানা মোড় কলোনির বাসিন্দাদের বৃহস্পতিবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হতে দেখা যায়। সেই প্ল্যাকার্ডে লেখা থাকে দিদির দূতদের প্রবেশ নিষেধ। এমনকী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দেওয়া হয়।

গ্রামের মানুসের দাবি, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত থাকা সত্ত্বেও গ্রামের সেভাবে উন্নয়ন হয়নি। বর্ষাকালে এক হাঁটু জল পেরিয়ে গ্রামে ঢুকতে হয়। অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। নেই পথবাতি। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। ভোটের সময় পঞ্চায়েত সদস্যদের দেখা যায়, ভোটের পর গ্রামে কোন নেতা মন্ত্রীকে দেখা যায় না। গ্রামে প্রানীয় জলের অভাব রয়েছে।

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রিংকু দাস জানান, “গ্রামে অনেক উন্নয়ন হয়েছে, আমার এলাকায় পথবাতি লাগানো হয়েছে। কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে তা দেখা হবে।”

অন্যদিকে এই প্রসঙ্গে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানান, “ভোট বয়কট বিষয়টি আমার জানা নেই। গ্রামের মানুষের সঙ্গে সব সময় কথা হয়। গ্রামে একটি রাস্তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তা জানা আছে, তা খুব শীঘ্রই হয়ে যাবে। পথবাতি লাগানোর কাজ চলছে।”

Next Article