Dhupguri MLA: বছর পেরলো, ধূপগুড়ি মহকুমা হল কই? বিধায়কের বাড়ির সামনেই ধরনার ডাক

Rony Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2024 | 1:04 PM

Dhupguri MLA: গত বছরের ২ সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার ডেডলাইন উল্লেখ করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। উপনির্বাচনে জয় হয় ঘাসফুলের। ১১ সেপ্টেম্বর নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধূপগুড়িকে মহকুমা করবে।

Dhupguri MLA: বছর পেরলো, ধূপগুড়ি মহকুমা হল কই? বিধায়কের বাড়ির সামনেই ধরনার ডাক
ধূপগুড়ি মহকুমা করার প্রস্তাবে সিলমোহর দিয়েছিল নবান্ন
Image Credit source: File

Follow Us

ধূপগুড়ি: ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন করা হবে। ভোট প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই ধূপগুড়ি মহকুমা গঠনের প্রস্তাব পাশ হয়ে যায় মমতার মন্ত্রিসভায়। সেই ডেডলাইন পার হয়েছে ইতিমধ্যেই। নতুন বছর শুরু হয়ে যাওয়ার পরও গঠন হল না মহকুমা। সেই দাবিতেই এবার খোদ বিধায়কের বাড়ির সামনে ধরনার ডাক দিল নাগরিক মঞ্চ।

ধূপগুড়িকে মহাকুমা করতে সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয় নি। এরই প্রতিবাদে বুধবার থেকে তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো পড়ে বেঁধে ধরনায় বসতে চলেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ।

ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তরফে অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, “এই ঘোষণা যদি শুধুমাত্র ভোটের জন্য হয়ে থাকে, তাহলে এটা ধূপগুড়ির মানুষকে অপমান করা। আমরা তো বিশ্বাস করেছিলাম। সেটা রাখা হল না। আমরা খুবই হতাশ। এভাবে তো মানুষের সঙ্গে প্রতারণা করা হল। আমরা এর প্রতিবাদ করব।”

বিধায়ক নির্মল রায় জানিয়েছেন, মহকুমা যে হচ্ছে, এটা জোর দিয়ে বলাই যায়। আইনি প্রক্রিয়ায় জটিলতা রয়েছে, সেই কারণেই সময় লাগছে। তিনি বলেন, “চিন্তার কোনও কারণ নেই। ধূপগুড়ির মানুষকে আমি আশ্বস্ত করছি, খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হবে।”

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার ডেডলাইন উল্লেখ করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। উপনির্বাচনে জয় হয় ঘাসফুলের। ১১ সেপ্টেম্বর নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধূপগুড়িকে মহকুমা করবে। একাধিক ক্ষেত্রে সংস্কারের আশা দেখে অকাল হোলিতে মেতেছিল ধূপগুড়িবাসী। কিন্তু এখনও পর্যন্ত ধূপগুড়ি মহকুমা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।

Next Article