ধূপগুড়ি : দূরপাল্লার লরি থেকে অন্যান্য গাড়ির চালক, সকলকেই দাঁড় করিয়ে চা-বিস্কুট খাওয়াচ্ছেন পুলিশ (Police) কর্মীরা। দিচ্ছেন জল। এই ছবি দেখা গেল ধূপগুড়িতে (Dhupguri)। সচরাচর দেখা যায় না এই ছবি। এ দৃশ্য দেখে বহবা দিচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু, হটাৎ এই উদ্যোগ কেন? কলকাতা হোক বা অন্যান্য জেলা, রাতের রাস্তায় দুর্ঘটনার পরিমাণ বিগত কয়েকমাসে বহু গুণ বেড়ে গিয়েছে। এবার সেই বিপদ এড়াতেই বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। শনিবার গভীর রাতে ধূপগুড়ি শহরের বিভিন্ন রাস্তার মোড়ে রাতে যারা গাড়ি চালাচ্ছিলেন তাঁদের দাঁড় করিয়ে চা বিস্কুট, জল খাওয়ালেন পুলিশকর্মীরা। পুলিশ কর্মীদের দাবি কনকনে শীতের মধ্যে যাতে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে না পড়েন তাই তাদের সকেজ রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনেক সময় দেখা যায় মাঝরাতে গাড়ি চালাতে চালাতে ঘুমের গ্রাসে চলে যান বহু চালক। তারফলে হারিয়ে যায় গাড়ির নিয়ন্ত্রণ। ঘটে যায় দুর্ঘটনা। এই বিপদ এড়াতেই নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। পাশাপাশি বিগত কয়েক দিনে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ ঘন কুয়াশার চাদর দেখা যাচ্ছে সর্বত্রই। দৃশ্যমানতা কম থাকার কারণে অনেক সময়ই গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন গাড়ির চালকরা। বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। এই সঙ্কটজনক পরিস্থিতিতে চালকদের চাঙ্গা রাখতেই নতুন উদ্যোগ নিয়েছে ধূপগুড়ির ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। একইসঙ্গে গাড়ির গতি কম রাখার জন্যও তাঁদের সচেতন করা হচ্ছে। সচেতন করা হচ্ছে গাড়ির গতি কম রাখার জন্যও।
পুলিশের এই ভূমিকা দেখে রীতিমতো খুশি গাড়ির চালক থেকে সাধারণ মানুষ। শহরের বিভিন্ন রাস্তায় শনিবার রাতভর গাড়ি চালকদের চা, বিস্কুট ও জল খাওয়ানোর কাজ চলে। পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি লরি চালক পুনা রামও। হাসিমুখে তিনি বলেন, “অনেক দূর থেকে আসছি। আচমকা রাস্তায় পুলিশ চা খাওয়ালো। বলল সাবধানে যান। পুলিশের এই উদ্যোগ দেখে খুবই ভাল লাগছে। এরকম আগে খুব একটা দেখিনি।” ধূপগুড়ি থানার ট্রাফিক পুলিশ গার্ডের আধিকারিক জানাচ্ছেন যতদিন শীত থাকবে ততদিন চলবে এই কাজ।