Jalpaiguri: ব্যাগে কুকুরের মাথা, বাইরে খাসির মাংস বলে বিক্রির চেষ্টা! পুলিশ ধরল জলপাইগুড়ির যুবককে
Jalpaiguri: বৃহস্পতিবার বিকালে বসে পান বাড়ির হাট। অভিযোগ, সেই হাটেই নিজের পোষা কুকুরকে কেটে বিক্রির চেষ্টা করেন ওই ব্যক্তি। কুকুরটির মাংস ও ছাল নিয়ে হাটে দোকান সাজিয়ে বসে পড়েন। লোকজনকে বলেন খাসির মাংস।
জলপাইগুড়ি: নিজের পোষা কুকুরের মাংস বিক্রি! এই অভিযোগেই জলপাইগুড়িতে এক ব্যাক্তিকে আটক করল পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল গোটা জেলাজুড়েই। অভিযুক্তের মানসিক চিকিৎসার দাবি জানাচ্ছে পশুপ্রেমী সংগঠনগুলি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পান বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন দীপ রায়। এলাকার লোকজন বলছেন, মাঝ বয়সি ওই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক নেই। দীপেরই একটি পোষা কুকুর ছিল। সেই কুকুর নিয়েই পান বাড়ি গ্রামে সর্বক্ষণ এদিক-ওদিক ঘুরে বেড়াতেন তিনি।
বৃহস্পতিবার বিকালে বসে পান বাড়ির হাট। অভিযোগ, সেই হাটেই নিজের পোষা কুকুরকে কেটে বিক্রির চেষ্টা করেন ওই ব্যক্তি। কুকুরটির মাংস ও ছাল নিয়ে হাটে দোকান সাজিয়ে বসে পড়েন। লোকজনকে বলেন খাসির মাংস। কিন্তু, মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তিকে মাংস বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের। ভাল করলে লক্ষ্য করলেই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখা যায় কুকুরের মাথা ও ছাল মাংসের পাশে রাখা আছে। দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠেন হাটে আসা অনেকেই। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্র নাথ রায় বলেন, “অমানবিক ঘটনা! কঠোর শাস্তি হোক ওর।” ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, “এই ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। আজ সে তার নিজের পোষ্য কুকুরকে কেটে ফেলেছে। গ্রামে প্রচুর ছোট বাচ্চা রয়েছে। তারা রাস্তায় খেলে বেড়ায়। ভাগ্যিস তাদের কিছু করেনি। আমরা এই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।” ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, “অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তাদের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে।”