Recruitment Scam: বলছেন যোগ্য, তারপরও মমতার ডাকে গেলেন না ইন্ডোরে, কেন সেটা খোলসা করলেন চাকরিহারা এই শিক্ষক

Dhupguri: কেন যাননি চাকরিহারা শিক্ষক দেবপ্রিয় সাহা? তিনি বলেন, " আমি যাইনি কারণ মুখ্যমন্ত্রীর বরাবর অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন। সেই কারণেই যাইনি। কোনও আপোষ করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Recruitment Scam: বলছেন যোগ্য, তারপরও মমতার ডাকে গেলেন না ইন্ডোরে, কেন সেটা খোলসা করলেন চাকরিহারা এই শিক্ষক
চাকরিহারা শিক্ষকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2025 | 5:47 PM

ধূপগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভাতে যোগ দিলেন না চাকরিহারা  ধূপগুড়ির হাইস্কুলের শিক্ষক দেবপ্রিয় সাহা। সোমবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই গেলেন না ধূপগুড়ি হাই স্কুলের সেই শিক্ষক।

কেন যাননি চাকরিহারা শিক্ষক দেবপ্রিয় সাহা? তিনি বলেন, ” আমি যাইনি কারণ মুখ্যমন্ত্রীর বরাবর অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন। সেই কারণেই যাইনি। কোনও আপোষ করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা বিচার পাব না। যারা অযোগ্য তাঁরা কুড়ি লক্ষ, তিরিশ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে। আমি ধূপগুড়ি হাইস্কুলের শিক্ষক ছিলাম। আমাদের অযোগ্যতার তালিকায় ফেলে দেওয়া হল।” তিনি আরও বলেন, “আমার ঘরে মা অসুস্থ। ছোট একটা শিশু আছে। আমার স্ত্রীরও চাকরি গিয়েছে।
হলদিবাড়ি গার্লস হাইস্কুলে চাকরি করতেন। আমরা পরীক্ষায় বসবো না। দেখব এই পরীক্ষাতেও দুর্নীতি হবে।”

এ দিন তিনি আরও বলেন, “উনি ২৬ হাজারকে ডাকছেন। উনি তো বলতে পারতেন যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের নয়। সেটা বললেন না।”