TMC MLA Soham Chakraborty: সোহমের সামনেই অজগরের পিঠে তুলে ছবি রিসর্ট কর্মীর, তদন্তের আশ্বাস রাজ্যের মুখ্য বনপালের

Rony Chowdhury | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 15, 2023 | 1:45 PM

TMC MLA Soham Chakraborty: প্রসঙ্গত, বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ ধূপঝোরার একটি বেসরকারি রিসোর্টে ১৮ ফুটের একটি অজগর সাপকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এদিকে ওই রিসর্টেই ছিলেন অভিনেতা সোহম। রিসর্টের কর্মীরাই প্রথম সাপটিকে দেখতে পান। তাঁদের মাধ্য়েই খবর যায় সোহমের কাছে। ছুটে আসেন তিনি।

TMC MLA Soham Chakraborty: সোহমের সামনেই অজগরের পিঠে তুলে ছবি রিসর্ট কর্মীর, তদন্তের আশ্বাস রাজ্যের মুখ্য বনপালের
ঘটনায় জোর শোরগোল নাগরিক মহলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: অজগর সাপ হাতে সামনে এসেছে অভিনেতা সোহম চক্রবর্তীর ছবি। অভিনেতার সামনে দাঁড়িয়েই অজগরের পিঠে পা রেখে ছবি তুলেছেন এক রিসর্ট কর্মী। তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে নানা মহলে। বিতর্কের আবহেই গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিলেন উত্তরবঙ্গের মুখ্য বন পাল। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণী) রাজেন্দ্র জাখর বলেন, “সাপটি যে জায়গা থেকে উদ্ধার হয়েছিল সেখানে গরুমারার বন্যপ্রাণী বিভাগের আধিকারিকদের আমরা পাঠিয়েছি। গোটা বিষয়টিই তদন্ত করে দেখা হবে। ঘটনায় যদি বনকর্মীদের কোনও গাফিলতি ধরা পড়ে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।”

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায়ও। সাফ বলেন, “কখনও এই ধরনের ঘটনা কাম্য নয়। ওইভাবে সাপের উপর পা দিয়ে দাঁড়িয়ে কখনওই ছবি তোলা যায় না। অজগরটিকে যখন উদ্ধার করা হচ্ছিল তখন বনকর্মীরা ছিলেন। তারপরেও কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছি। আমি নিজেও খোঁজ নিচ্ছি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ ধূপঝোরার একটি বেসরকারি রিসোর্টে ১৮ ফুটের একটি অজগর সাপকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এদিকে ওই রিসর্টেই ছিলেন অভিনেতা সোহম। রিসর্টের কর্মীরাই প্রথম সাপটিকে দেখতে পান। তাঁদের মাধ্য়েই খবর যায় সোহমের কাছে। খবর পাওয়া মাত্রই যে জায়গায় সাপটি উদ্ধার হয়েছে সেখানে চলে যান। সাপ হাতে নিয়ে ছবিও তোলেন চন্ডীপুরের বিধায়ক। তখনই রিসর্টের এক কর্মীকে সাপের পিঠে পা দিয়ে ছবি তুলতে দেখা যায়। যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সোহম সামনে থাকলেও কেন তাঁকে আটকালেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

Next Article