অন্ধকারে নয়ানজুলিতে ছিটকে পড়ল পুলিশের গাড়ি, রক্তে ভাসছেন এএসআই
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ির (Dhupguri) দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জলপাইগুড়ি: পাথর বোঝাই গাড়ির সঙ্গে পুলিশ ভ্যানের (Police Van) সংঘর্ষ। দুর্ঘটনায় পর পর তিনটি গাড়ি। গুরুতর আহত হলেন পাঁচজন পুলিশ কর্মী। সোমবার রাত ৯টা নাগাদ ধূপগুড়ির সোনাখালি জঙ্গল সংলগ্ন এশিয়া হাইওয়ে-৪৮য়ে এই ঘটনা ঘটে। আহতদের ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়।
একেবারে ঘন অন্ধকারে ঢাকা এশিয়ান হাইওয়ে। মাঝে মাঝেই গাড়ির হেড লাইটের আলো। চোখে ধাঁধা লেগে যায় কখনও কখনও। দ্রুত গতিতে রাতভর ছুটে চলে গাড়ি। সোমবার রাতে সেই সড়ক ধরেই যাচ্ছিল একটি পাথর বোঝাই গাড়ি। সেটি সামনের একটি লোহার পাইপ বোঝাই ট্রেলারে ধাক্কা মারে। এরপরই ট্রেলারটি গিয়ে পাল্টা ধাক্কা মারে ধূপগুড়ি থানার পুলিশের টহলরত গাড়িতে।
ধাক্কায় এতটাই জোর ছিল, পুলিশের গাড়িটি ১০০ ফুট দূরের একটি নয়ানজুলিতে ছিটকে পড়ে। গাড়িতে থাকা পুলিশ কর্মীরা গুরুতর আহত হন। গাড়িতে ছিটকে পড়ে রক্ত। গাড়ির সামনেও রক্ত লেগে থাকতে দেখা যায়। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।
আরও পড়ুন: ভর সন্ধ্যায় কৃষ্ণচূড়ার ডাল থেকে ঝুলছে দু’টো পা, সামনে যেতেই চোখ কপালে উঠল স্থানীয়দের
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ির দমকল বাহিনীর কর্মীরা। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম হন ধূপগুড়ি থানার এক এএসআই-সহ পাঁচ সিভিক ভলান্টিয়ার। ওই পুলিশ অফিসারের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে জলপাইগুড়িতে রেফার করা হয়। আহতরা হলেন ধূপগুড়ি থানার এএসআই অশোক রায়, সিভিক বাপ্পা মুণ্ডা, সুমন রায়, বিধান রায়, নিশান হাজরা এবং দীপঙ্কর রায়। কী ভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।