বীভৎস শব্দ শুনে ছুটে দৌড়ে এলেন স্থানীয়রা, লরির ভিতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ
Road Accident: চালকের দাবি, ভোরের দিকে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি। তারই জেরে এই দুর্ঘটনা।
জলপাইগুড়ি: ভয়াবহ দুর্ঘটনা এশিয়ান হাইওয়েতে। শনিবার ভোরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ উল্টে যায় কাচ বোঝাই একটি লরি। সড়কের ধারে নয়ানজুলিতে গিয়ে পড়ে সেটি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ির চালক-খালাসি। তবে গুরুতর আহত তিনজন। ধূপগুড়ি ২ নম্বর ব্রিজ এলাকার ঘটনা।
জানা গিয়েছে, উত্তর প্রদেশ থেকে একটি কাচ বোঝাই লরি গৌহাটির দিকে যাচ্ছিল। রাতভর গাড়ি চালিয়ে এসেছেন ওই চালক। ভোরের দিকে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি। এরপরই নিয়ন্ত্রণ হারান। তাতেই এই দুর্ঘটনা। ধূপগুড়ি ২ নম্বর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সোজা নয়ানজুলিতে পড়ে।
আরও পড়ুন: দেবাঞ্জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা করতে চলেছে লালবাজার
গুরুতর আহত হন তিনজন। চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার পুলিশ ও দমকলকর্মীরাও। তাঁরা আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে। গাড়ির চালক জানান, “সারা রাত গাড়ি চালিয়ে ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল। তখনই কোনও ভাবে দুর্ঘটনা ঘটে।” গত সাতদিনে ধূপগুড়ি শহরে ছোটো বড় মিলিয়ে ১২টির মতো দুর্ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।