Road Accident: সিকিমগামী রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা, ৫০ ফুট নীচে ছিটকে পড়ল গাড়ি

Rony Chowdhury | Edited By: Soumya Saha

May 25, 2024 | 5:56 PM

Malbazar Road Accident: জানা যাচ্ছে ওই গাড়িটি মালবাজারের ওদলাবাড়ি থেকে মিরিকের দিকে যাচ্ছিল। সেই সময়েই ৭১৭ এ জাতীয় সড়কের উপর একটি নির্মীয়মান উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে বেরিয়ে যায় গাড়িটি। স্থানীয় সূত্রে খবর, গাড়ির মধ্যে যাত্রীরা প্রত্যেকেই মিরিকের বাসিন্দা।

Road Accident: সিকিমগামী রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা, ৫০ ফুট নীচে ছিটকে পড়ল গাড়ি
সিকিমগামী রাস্তায় পথ দুর্ঘটনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালবাজার: সিকিমগামী রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। নির্মীয়মান উড়ালপুল থেকে ছিটকে বেরিয়ে প্রায় ৫০ ফুট নীচে গিয়ে পড়ল ছোট চার চাকার গাড়ি। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক-সহ চার জন যাত্রী। জানা যাচ্ছে ওই গাড়িটি মালবাজারের ওদলাবাড়ি থেকে মিরিকের দিকে যাচ্ছিল। সেই সময়েই ৭১৭ এ জাতীয় সড়কের উপর একটি নির্মীয়মান উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে বেরিয়ে যায় গাড়িটি। স্থানীয় সূত্রে খবর, গাড়ির মধ্যে যাত্রীরা প্রত্যেকেই মিরিকের বাসিন্দা।

ওদলাবাড়ি ও বাগ্রাকোটের মাঝে একটি রেললাইনের ওপর নির্মীয়মান উড়ালপুল রয়েছে। ওই উড়ালপুলের দু’পাশে চার লেনের অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু রেল লাইনের উপরের অংশটুকু এখনও জোড়া লাগানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক নেহাল ছেত্রীর দাবি, ওই উড়ালপুলটি যে নির্মীয়মান, সেটা তিনি জানতেন না। নির্মীয়মান ওই উড়ালপুলের সামনে কোনও নো এন্ট্রি বোর্ড বা কোনও সতর্কতামূলক বিজ্ঞপ্তিও তাঁর চোখে পড়েনি বলে দাবি গাড়ির চালকের।

দুর্ঘটনা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মনেও। তাঁদেরও অভিযোগ, নির্মীয়মান উড়ালপুলের সামনে কোনও সতর্কতামূলক বিজ্ঞপ্তি নেই। কোনও ব্যারিকেডও লাগানো নেই। এর আগেও একটি বাইক এই কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরাই প্রথমে আহতদের উদ্ধারের কাজ শুরু করেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ইতিমধ্য়েই দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন মাল থানার আইসি সমীর তামাঙ, মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ ঘোষ।

Next Article