
ধূপগুড়ি: টিভি৯ বাংলার খবরের জেরে অবশেষে রাস্তা মেরামতির কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা সারাইয়ের কাজ শুরু হতেই খুশি এলাকাবাসী। এই খবর তুলে ধরার জন্য স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন টিভি৯ বাংলাকে। ধূপগুড়ি থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। যার জেরে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী জাতীয় সড়কে। সেই খবর তুলে ধরে টিভি৯ বাংলা। আর তারপরই রবিবার ছুটির দিনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এসে পৌঁছেছেন বেহাল রাস্তা সংস্কার করতে।
তবে রাস্তা মেরামতির কাজ শুরু হলেও যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা খুশি করতে পারেনি এলাকাবাসীকে। তাঁদের দাবি, যে পদ্ধতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতির কাজ করছেন তা দীর্ঘস্থায়ী হবে না। রাস্তার হাল ফেরাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। টিভি৯ বাংলায় যানজট এবং রাস্তার বেহাল দশার ছবি ধরা পড়তেই নড়েচড়ে বসেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। তাঁরা যান নিয়ন্ত্রণের কাজ করছেন।
হাইওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে বলেছেন, “রাস্তার কী সমস্যা হয়েছে, তা দেখতে এসেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় এক বাসিন্দা বলেছেনস, “টিভি৯ বাংলাকে ধন্যবাদ জানাই। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে। যদিও এখন গর্তগুলো ভরাট করছে। কিন্তু এর স্থায়ী সমাধান করতে হবে।”