Jalpaiguri News: দোকান খুলতেই একটা শো-শো শব্দ পেলেন প্রহ্লাদ, পিছনে তাকাতেই শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত

Jalpaiguri Snake: জানা গিয়েছে, সোমবার প্রহ্লাদবাবু দোকানে কাজ করছিলেন। হঠাৎ কানে ভেসে আসে অদ্ভুত শব্দ। মাথার উপর তাকাতেই দেখতে পান প্রায় ১০ ফুট লম্বা অজগর ঝুলছে। সঙ্গে সঙ্গেই তিনি হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসেন।

Jalpaiguri News: দোকান খুলতেই একটা শো-শো শব্দ পেলেন প্রহ্লাদ, পিছনে তাকাতেই শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত
জলপাইগুড়িতে এটা কী হচ্ছেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 25, 2025 | 6:31 PM

ধূপগুড়ি: রোজের মতো দোকান খুলেছিলেন। তারপর ঘর পরিষ্কার করেন। পরবর্তীতে একটি শোঁ-শোঁ শব্দ শুনতে পান দোকানদার। আর তারপর তাকাতেই পিলে চমকে ওঠার জোগাড়। মাথার উপর কুণ্ডলী পাকিয়ে ঝুলছে সাপ। আচমকা এমন দৃশ্য দেখে চোখ কপালে দোকান মালিকের। আতঙ্কে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে আসেন দোকান মালিক। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বরোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবোরাগাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। সেখানকার বাসিন্দা প্রহ্লাদ মণ্ডলের দোকানঘর থেকে উদ্ধার হয় বিশাল অজগরটি।

জানা গিয়েছে, সোমবার প্রহ্লাদবাবু দোকানে কাজ করছিলেন। হঠাৎ কানে ভেসে আসে অদ্ভুত শব্দ। মাথার উপর তাকাতেই দেখতে পান প্রায় ১০ ফুট লম্বা অজগর ঝুলছে। সঙ্গে সঙ্গেই তিনি হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ভিড় জমান আশপাশের মানুষ।

এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশন-এর সদস্যদের। তারা এসে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। সংগঠনের এক সদস্য বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। দেখি দোকানের টিনের ভেতর থেকে ঝুলছে বিশাল অজগর। যথেষ্ট সতর্কতার সঙ্গে উদ্ধার করা হয় সাপটি।” অজগর উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার মানুষজন। আতঙ্ক কেটে স্বাভাবিক ছন্দে ফেরে মধ্যবোরাগাড়ির ডাঙ্গাপাড়া।