
নীলেশ্বর সান্যাল
জলপাইগুড়ি: কেউ অভিমানে দল ছেড়েছিলেন। কারোর আবার প্রার্থী পছন্দ হয়নি। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই জলপাইগুড়ি জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠেছিল। ঠিক উঠেছিল বলা ভুল। এখনও সেই রেশ চলছে। বর্তমান জেলা সভাপতির পদত্যাগ দাবি করে বিভিন্ন ব্লকে গণ-পদত্যাগ করেছেন বিজেপি নেতা কর্মীরা। গত কয়েকমাস ধরে এই পরিস্থিতি চলে আসছে জেলায়। দন্দ্বের কারণে দুই গোষ্ঠীর মধ্যে ক্রমেই দূরত্ব বাড়ছে।
আর এবার সামেনে পঞ্চায়েত ভোট। সেই কারণে বাস্তব পরিস্থিতি ঠিক কী তা যাচাই করে নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল।
তাঁর আসার খবর প্রকাশ্যে আসতেই গত শনিবার জলপাইগুড়ি শ্রী দয়াল হলে একটি বৈঠক করেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা। সেই সভায় সিদ্ধান্ত হয় রবিবার শিলিগুড়ি গিয়ে সুনিল বনসলের সঙ্গে দেখা করে জেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে একটি প্রতিনিধি দল শিলিগুড়ি যাবে। সিদ্ধান্ত মোতাবেক রবিবার বিকেলে তাঁরা শিলিগুড়িতে গিয়ে দেখা করেন কেন্দ্রীয় নেত্রীত্বের সঙ্গে। দেখা করেন সুনিল বনসলের সঙ্গে। জেলার পরিস্থিতি তুলে ধরেন তাঁর সামনে।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মুখ অলোক চক্রবর্তী দাবি করে বলেন,’ ওনার সঙ্গে কথা বলার পর আমাদের ভারাক্রান্ত মন হাল্কা হল। আমাদের ক্ষোভের কারণে উনি বেশ কিছুক্ষণ সময় দিয়ে গুরুত্ব সহকারে শোনেন। সব অভিযোগ শুনবার পর তিনি বলেন ঐক্যবদ্ধ থাকতে। তিনি আমাদের ওপর বসে যাওয়া নেতা কর্মীদের নামের তালিকা তৈরি করে সঞ্জয় সিং এর কাছে দ্রুত পাঠাতে বলেছেন। আগামীতে উনি জলপাইগুড়ি আসবেন। সেই সময় আবার তাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তার নির্দেশ পেয়ে আমরা তালিকা তৈরির জন্য আজ থেকেই আদা জল খেয়ে লেগে পড়েছি।’