Fire: দাউদাউ করে আগুনে জ্বলল চালসার টিয়া বনের জঙ্গল, পুড়ে খাক চারপাশ

Fire: সোমবার দুপুরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মুখ্যমন্ত্রীর স্বপ্নের টিয়া বনের জঙ্গলে ঝড়া পাতায় আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় চালসা পরিবেশ প্রেমী সুমন চৌধুরী সহ অন্যান্য পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য এবং বন বিভাগের খুনিয়া রেঞ্জের কর্মীরা।

Fire: দাউদাউ করে আগুনে জ্বলল চালসার টিয়া বনের জঙ্গল, পুড়ে খাক চারপাশ
জ্বলল জঙ্গলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 31, 2025 | 11:37 PM

ধূপগুড়ি: দাউদাউ করে জ্বলল চালসার টিয়া বনের জঙ্গল। ছুটোছুটি হাতির পালের। এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে। আগুন নেভানোর চেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন ও বন কর্মীদের।

সোমবার দুপুরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মুখ্যমন্ত্রীর স্বপ্নের টিয়া বনের জঙ্গলে ঝড়া পাতায় আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় চালসা পরিবেশ প্রেমী সুমন চৌধুরী সহ অন্যান্য পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য এবং বন বিভাগের খুনিয়া রেঞ্জের কর্মীরা। বিকেলে হওয়ার গতি বাড়তেই দ্রুত আগুন ছড়িয়ে পরতে থাকে টিয়া বনের বিস্তীর্ণ এলাকায়। বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে সূত্রের খবর।

পরিবেশ প্রেমীদের দাবি, এক শ্রেণির অসাধু ব্যক্তিরা বারংবার এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে। যার কারণে জঙ্গলে ভেতরে থাকা ছোট ছোট পোকামাকড় ও পাখিদের ক্ষতি হচ্ছে মৃত্যু হচ্ছে।

পরিবেশ প্রেমী সুমন চৌধুরী জানান, “শুকনো পাতা ভরে থাকে এই সময় জঙ্গলে। এবং জঙ্গলের মধ্যে দিয়ে অবাধ যাতায়াত করার সুবিধে থাকায় অনেকেই সজাগ থাকেন না এই বিষয়টি নিয়ে। জ্বলন্ত সিগারেট বিড়ি থেকেই মূলত প্রতিবছর এই আগুনের উৎপত্তি হচ্ছে। আমরা এই ব্যাপারে সচেতনতা মূলক প্রচার করার পরেও নিস্তার নেই এই সমস্যা থেকে।”