ধূপগুড়ি: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বাদ পড়েনি উত্তরবঙ্গ। তবে সেখানে নিম্নচাপের বৃষ্টি নয়। বর্ষার বৃষ্টি হয়ে চলেছে। কখনও ঝিরিঝিরি কখনও আবার বিক্ষিপ্তভাবে। এ দিকে অল্প বৃষ্টিতেই জলে ডুবল ধূপগুড়ি পৌরসভা।
সূত্রের খবর, ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত মায়েরথানা এলাকাতে, ৩১ নম্বর জাতীয় সড়কে জমে যায় এক হাঁটু জল। যার জেরে চরম সমস্যার মধ্যে পড়েন পথচলতি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। শুধু যে মায়ের থান এলাকাতেই বৃষ্টির জল জমে গিয়েছে এমনটা নয়, ধূপগুড়ি কাপড়পট্টি এলাকার একটা অংশে প্রায় এক হাঁটু জল জমে যায় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই।যার ফলে সমস্যায় পড়েন সেখানকার কাপড় ব্যবসায়ীরা। পচা নোংরা জল পারিয়ে ক্রেতারা দোকানে আসতে চান না, তাই বৃষ্টি নামতেই জনশূন্য হয়ে পড়ে সেই কাপড় বাজার।
বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই অল্প বৃষ্টি হলেই জল জমে যায় এবং জল যন্ত্রণায় ভোগেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। তাঁদের দাবি, বারবার পৌর কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি, শুধুমাত্র আশ্বাস মিলেছে, সমাধান হয়নি সমস্যার। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, ‘এখানে অল্প বৃষ্টি পড়লেই জল হয়। স্কুল-কলেজে সন্তানদের পাঠাতে সমস্যা হয়। দরকারি কাজে বের হতে পারি না। কেউ অসুস্থ হলে এই জলের মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও চরম দুর্ভোগে পড়তে হয়। অনেকবার পুর কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কাজের কাজ কিছু হয়নি।’ যদিও, বিষয়টি নিয়ে পৌর-কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।