Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষা শেষে রাস্তায় পড়ে রইল ছেঁড়া বাই-খাতা, এ কেমন উল্লাস? প্রশ্ন অভিভাবকদের

Madhyamik Exam: রাস্তা ঢাকাল বই-খাতার ছেঁড়া পাতায়। দুপুর থেকে সারা বিকাল এই ছবিই দেখা যায় রাস্তায়। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানাচ্ছেন, বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার শেষে আনন্দে ফেটে পড়েন বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী।

Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষা শেষে রাস্তায় পড়ে রইল ছেঁড়া বাই-খাতা, এ কেমন উল্লাস? প্রশ্ন অভিভাবকদের
জোর শোরগোল শিক্ষা মহলের অন্দরে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 23, 2025 | 3:30 PM

সুজিত রায় ও রনি চৌধুরীর রিপোর্ট  

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: কোথাও ওল্টাল গাড়ি, কোথাও কামড়াল সাপে, কোথাও আবার হাসপাতাল থেকেই পরীক্ষা দিলেন একাধিক পরীক্ষার্থী। কোথাও আবার টুকলির অভিযোগে শোরগোল। মোটের উপর ঘটনাবহুলই ছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, পরীক্ষা শেষেই একাধিক জেলায় দেখা গেল অপ্রীতিকর ছবি। উল্লাসের নামে এল গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এই যেমন ফালাকাটার খবরে রীতিমতো শোরগোল শিক্ষা মহলের অন্দরে। 

মাধ্যমিকের শেষদিনে চরম অরজকতার ছবি দেখা গেল ফালাকাটায়। রাস্তা ঢাকাল বই-খাতার ছেঁড়া পাতায়। দুপুর থেকে সারা বিকাল এই ছবিই দেখা যায় রাস্তায়। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানাচ্ছেন, বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার শেষে আনন্দে ফেটে পড়েন বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁরাই এই কাণ্ড করেছেন। কিন্তু, এ কেমন উল্লাস যেখানে বই-খাতা ছিঁড়ে ফেলতে হয়? প্রশ্ন তুলছেন অভিভাবকদের অনেকেই। 

অন্যদিকে মাধ্যমিকের শেষ দিনে ধূপগুড়িতেও মাধ্যমিকের শেষে উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। তবে সেখানে কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। পরীক্ষা শেষে পৌর ফুটবল ময়দানে জমায়েত করেন অনেক পড়ুয়া। রীতিমতো পটকা ফাটিয়ে, আবির খেলে চলে উল্লাস। যোগ দেন অভিভাবকেরাও। সেখানে আবার পড়ুয়াদের মিষ্টি খাওয়াতে দেখা যায় পুলিশকে।