
বানারহাট: সান্টাক্লজের সাজে ঘুরছেন টোটো চালক। বড়দিনের সাজে সাজিয়েছেন নিজের টোটোকে। আর সেই টোটো নিয়েই দিলেন অনন্য বার্তা। সেই ছবিই এখন ঘুরছে ডুয়ার্সে। বিগত কয়েক মাসে ডুয়ার্সের বড় অংশে লাগাতার বন্যপ্রাণীদের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। ঝরেছে রক্ত। আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষদের মধ্যে। চিন্তায় ঘুম উড়েছে বন দফতরের। এরইমধ্যে এবার সবুজ রক্ষার বার্তা দিতে বড়দিনে সান্টাক্লজ সাজলেন টোটো চালক আশুতোষ রায় ওরফে ভজন। বাচ্চাদের হাতে সাধ্য মতো উপহার তুলে দিলেন।
এদিন সান্টাক্লজের পোশাক পরে সুসজ্জিত টোটো নিয়ে বানারহাটের গয়েরকাটা সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পথে পথে ঘুরলেন ভজন। পথচলতি ছোট শিশুদের হাতে চকলেটের পাশাপাশি তুলে দিলেন চারা গাছ। শিশুদের পাশাপাশি বড়দেরও অনুরোধ করলেন চারাগাছ রোপণ করে প্রকৃতিকে রক্ষা করার। কেন গাছ বাঁচানোর প্রয়োজন রয়েছে, কীভাবে গাছ মানুষের বন্ধু হয়ে উঠতে পারে, বন্যপ্রাণ রক্ষা করে সেই বর্তা ছড়িয়ে দেন দিনভর।
আশুতোষের এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন এলাকার লোকজন। ভজনের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি পরিবেশপ্রেমীরাও। তাঁরা বলছেন, এমন উদ্যোগই পারে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে। ভজনের বলছেন, প্রতিদিনই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। সেই উদ্বেগ থেকেই বড়দিনে তিনি এই উদ্য়োগ নিয়েছেন। তিনি বলছেন, মানুষ যদি একটু বোঝে তাহলে অনেক কিছুই বদলে যেতে পারে। রক্ষা পেতে পারে বন্যপ্রাণও।