Netaji’s birthday: ‘২৭ জানুয়ারি নেতাজির জন্মদিন’, পরেশ অধিকারীর উপর বেজায় চটেছে ফরওয়ার্ড ব্লক
Trinamool MLA Paresh Adhikari: ফি বছরই নেতাজির জন্মদিন উপলক্ষে মেখলিগঞ্জে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কিন্তু এবার তা SIR এর কারণে করা সম্ভব হয়নি। এই সাফাই দিতে গিয়ে পরেশ অধিকারী মুখ ফস্কে বলে ফেলেন নেতাজির জন্মদিন ২৭ জানুয়ারি। আর সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

জলপাইগুড়ি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর। এবার নেতাজির জন্মদিনের তারিখ নিয়ে ভুল তথ্য দিয়ে বিপাকে বাম আমলের তিনবারের ফরোয়ার্ড ব্লক বিধায়ক তথা প্রাক্তন খাদ্য মন্ত্রী। অভিযোগ, সংবাদমাধ্যমে বিবৃতি দিতে গিয়ে নেতাজির জন্মদিন বদলে দিয়েছেন তৃণমূল বিধায়ক। ২৩ জানুয়ারি নেতাজি জন্মদিন। আর উনি তা বদলে দিয়ে বলেছেন ২৭ জানুয়ারি। তা নিয়েই চাপানউতোর নাগরিক মহল থেকে রাজনৈতিক মহলে। বেজায় চটেছেন ফরোয়ার্ড ব্লক নেতৃত্বও।
ফি বছরই নেতাজির জন্মদিন উপলক্ষে মেখলিগঞ্জে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কিন্তু এবার তা SIR এর কারণে করা সম্ভব হয়নি। এই সাফাই দিতে গিয়ে পরেশ অধিকারী মুখ ফস্কে বলে ফেলেন নেতাজির জন্মদিন ২৭ জানুয়ারি। আর সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ফরোয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি তথা জলপাইগুড়ির প্রাক্তন ফরোয়ার্ড ব্লকের বিধায়ক গোবিন্দ রায় পরেশ অধিকারীর এই ভুল নিয়ে মারাত্মক ক্ষুব্ধ। হলদিবাড়ির ফরওয়ার্ড ব্লক সাধারণ সম্পাদক কমল কুমার রায় বলছেন, নেতাজিকে নিয়ে ওনার জ্ঞান একেবারে তলানিতে ঠেকেছে। তাই উনি তাঁর জন্ম জয়ন্তীও ভুলে যাচ্ছেন। এতে মানুষের কাছে ভুল ব্যখ্যা যাচ্ছে।
বিজেপিও ঘটনার তীব্র নিন্দা করে পরেশ অধিকারীকে কটাক্ষ করেছে। বিজেপির হলদিবাড়ি টাউন মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার বলছেন, ২৭ জানুয়ারি যে নেতাজির জন্মদিন এটা আমরা প্রথমবার শুনলাম। বাংলায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না।
তবে তৃণমূল বিধায়কের এই মন্তব্য ভুল বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল হলদিবাড়ি ব্লক সভাপতি মানস রায় বসুনিয়ার মতো নেতাদের দাবি, “২৭ তারিখে ম্যারাথন দৌড় হবে না উনি এটা বোঝাতে চেয়েছেন। যারা দুর্মুখ তারা নিজেদের মতো ব্যাখ্যা করছে।” তবে তৃণমূল যাই সাফাই দিক না কেন বিতর্ক থামছে না রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, বাম আমলে বামফ্রন্ট শরিক হিসেবে ওই দল থেকে টিকিট পেয়ে পরেশ অধিকারী ১৯৯৬, ২০০১,২০০৬ টানা তিনবার মেখলিগঞ্জ থেকে ভোটে জিতেছেন। ২০০৬ থেকে ২০১১ রাজ্যের খাদ্য মন্ত্রী ছিলেন।
