ধূপগুড়ি: বাসের ভিতর মারাত্মক কাণ্ড। বাস থামিয়ে হুড়মুড়িয়ে ওঠে পুলিশ। সকলে তো একেবারে অবাক। কেউ কেউ ভয় পেয়ে যান, বাসের ভিতর বোমা নেই তো? মুহূর্তে ভাঙল ভুল। দুই তরুণীর ব্যাগ সার্চ করতেই বেরিয়ে এল গাঁজা। বাসের ভিতর দুই তরুণীর এমন কীর্তি দেখে হতবাক সহযাত্রীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ নাকা চেকিংয়ে উদ্ধার হয় তা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি স্টেশন মোড় বানারহাট মোরাঘাট চৌপথী এলাকায় অভিযানে মোট ৩ তরুণীকে গ্রেফতার করা হয় রবিবার।
এদিন বানারহাট থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি বাস আটকায়। সেই বাস থেকেই উদ্ধার করে ৩৭ কেজি গাঁজা। সূত্রের খবর, বীরপাড়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। সেই বাসটিকে মোরাঘাট চৌপথী এলাকায় দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তাতেই যাত্রীদের ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা। গাঁজাগুলি শিলিগুড়িতে পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।
গ্রেফতার হওয়া এক তরুণী বলেন, “আমাদের ব্যাগে গাঁজা ছিল। আমরা কোচবিহার থেকে তা তুলি। সেগুলি বাসে করে নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলাম। একজন রাস্তা থেকে তা দেন। আমরা জানতামও না কী ছিল তাতে। এই প্রথমবার এরকম হল। আমাদের বলা হয়েছিল ২ হাজার টাকা দেবে। খালি একটা জিনিস পৌঁছে দিতে হবে।”