বানারহাট (জলপাইগুড়ি): শীতের রাত্রে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই দু’টি বাড়ি ও একটি দোকান। বুধবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে বানারহাট হাটখোলায়। আশপাশের বাসিন্দারাই প্রথম আগুনের ধোঁয়া দেখতে পান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন কাজ করছিল। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত্রিবেলা সোনু পণ্ডিত নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। একে শীতকাল তার উপর উত্তরে হাওয়া সেই কারণে মুহূর্তে পাশের বাড়িটিতেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। ধূপগুড়ি থেকে ইঞ্জিন আসতে আসতে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বানারহাটে একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
এক এলাকাবাসী জানান, রাত্রিবেলা এমন আগুন লেগে যাবে বুঝে উঠতে পারিনি। আগুন এত ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে সামনে কেউ যেতে পারছিল না। আমরাই প্রথম দেখতে পাই। দমকলকে খবর দিই। তবে আগুনের গ্রাস যেহেতু বাড়ছিল সেই কারণে আমরাই আগুন নেভানোর কাজে হাত লাগাই। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।” আগুনের খবর পাওয়ার পর এলাকায় উপস্থিত হন বানাহার থানার পুলিশ এবং বানাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন তারা। যদিও এদিন কোন হতাহতের খবর পাওয়া যায়নি।